রুশ নারীদের বিদেশি পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক না করার আহ্বান

রাশিয়ার প্রভাবশালী একজন সংসদ সদস্য (এমপি) বিশ্বকাপ ফুটবল চলার সময় বিদেশি পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক না করতে রুশ নারীদের সতর্ক করে দিয়েছেন। এরপর থেকে তার তীব্র সমালোচনা শুরু হয়েছে।

কমিউনিস্ট পার্টির এমপি তামারা প্লেতনিওভা মস্কো রেডিওকে বলেন, ‘আমি “জাতীয়তাবাদী নই”। কিন্তু আমি বিশ্বাস করেন যে, রুশ নারীদের বিভিন্ন দেশ থাকা আসা পুরুষদের সাথে যৌন সম্পর্ক করা থেকে বিরত থাকা উচিত। তা না হলে তাদের সন্তানরা ভুগবে।’

‘অলিম্পিকের শিশুরা’ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে প্লেতনিওভা এ কথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, রাশিয়ায় ১৯৮০ সালে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকের পর বিভিন্ন জাতির মিশ্রণে সংকর শিশুর জন্মের হার নাটকীয়ভাবে বেড়ে গিয়েছিল।

প্লেতনিওভা বলেন, ‘এরপর বিদেশি পিতারা তাদের সন্তানদের পরিত্যাগ করেছিল।

বাবারা যদি একই জাতির হয়, তাহলে সেটা এত সমস্যা নয়। কিন্তু তারা অন্য জাতির হলেই একটা সমস্যা।’

প্লেতনিওভা আরও বলেন, ‘তাদেরকে ফেলে চলে যায় বাবারা। তারা (শিশু) তাদের মায়েদের সাথে এখানেই থেকে যায়। আমাদের তো উচিত আমাদের নিজেদের সন্তানদের জন্ম দেওয়া।’

প্লেতনিওভার সমালোচনা

অনলাইনে প্লেতনিওভার কড়া সমালোচনা করছেন অনেকেই। সমালোচকেরা বলছেন, ফিফা যে বর্ণবাদ-বিরোধী প্রচারণা চালাচ্ছে, তার সাথে এই বক্তব্য সাংঘর্ষিক।

এ বিষয়ে রেডিওর উপস্থাপক তায়ানা ফ্লেগেনগাওয়ার বলেন, ‘এমপি প্লেতনিওভাও কী বলবেন যে, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।’

কোনো কোনো সমালোচক মিস প্লেতনিওভার মন্তব্যের জন্যে তাকে রুশ সংসদ দুমা থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন।

একজনের ভাষ্য, ‘রুশ এই এমপি প্রাপ্তবয়স্ক রুশ নারীদের আচরণ নিয়ন্ত্রণ করতে চাইছেন।’

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center