ফুলের টপে ফুলগাছ

এই ফুলের টপ গুলো সাদে কিনবা বেলকুনিতে রাখা হয়।
যা বাসা বাড়ির সৈন্দর্য বর্ধনে অনেক বৃদ্ধি করে থাকে। এবং পরিবেশ অনেক সুন্দর সুগন্ধি করে থাকে। এমন সুগন্ধি বৃদ্ধি করার জন্য অনেক রকমের ফুল গাছ আছে। যেগুলো খুবই সুগন্ধি যুক্ত।
টপে ফুলগাছ লাগানো অনেক সুবিধাআছে
যেমন এক জাইগা থেকে অন্য জাইগাই খুব সহজে নিয়ে যাওয়া যাই। এই সুবিধার জন্য অনেকে ফুলগাছ টপে লাগানো উচিদ বলে মনে করে। আর ফুলের টপ গুলো নানান রং করে টপ গুলোকে ও অনেক সুন্দর করে সজ্জিত করে । আবার এই টপগুলো থাকলে ফুলগাছে পানি দেওয়া সুবিধা হয় কারন গাছের গোড়াই পানি থাকেএবং বাইরে পানি আসার সম্ভবনা কম থাকে।
IMG20181111165622.jpg
আবার এই ফুলের টপ গুলো রুমের ভিতরে রাখা যাই। তাতে করে রুম সুন্দর হতে অনেকটা সাহায্য করবে।
Device: Oppo F7
camera: 16mg pixel
pc: me

এই ফুলগাছ গুলো এক সময় অনেক ফুল আসবে। এখন ফুলের মুকুল ধরা শুরু হয়েছে মাত্র। এই খানে বিভিন্ন রকমের ফুল গাছ আছে।
IMG20181111165547.jpg
বেশি বেশি ফুলগাছ লাগান পরিবেশ বাছান।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now