আমাদের শিক্ষা ব্যবস্হার অবনতি


আমাদের শিক্ষা ব্যবস্হার অবনতি

image source

আমাদের শিক্ষা ব্যবস্হা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে । আমাদের দেশে শিক্ষার মান নষ্ট হইয়া যাচ্ছে । কিছু কিছু কারনে এর সম্মুখীন হচ্ছে । কারন শিক্ষার সঠিক মূল্য না দেওয়া  এবং শিক্ষার মূল্য অনুযায়ী সঠিক চাকরি না দেওয়া । অনেক শিক্ষিত যুবক বেকার বসে আছে তাদের কোন চাকরি মিলছে না। চাকরি পেতে হলে শিক্ষার মূল্য না দিয়া ঘুষের টাকা দিতে পারলে চাকরি মিলে যাচ্ছে । এটাই হল আমাদের বাংলাদেশ । আমাদের দেশে যে চাকরি পাওয়ার যোগ্য তাকে চাকরি দেওয়া হয় না । কিন্তু যে যোগ্য নই তাকে চাকরিতে বসানো হচ্ছে । আবার শিক্ষা ব্যবস্হা হল বহুমুখী শিক্ষা । ক্লাস ১ এর বাচ্চা যত গুলি বই নিয়ে স্কুলে যাই আপনি দেখলে অবাক হবেন । তাদের ওজনের থেকে তাদের বই এর ওজন বেশি । কিন্তু উন্নত দেশের দিকে তাকালে দেখবেন ওরা যে কোন একটি দিক বেছে নিয়াছে । কিন্তু আমাদের দেশে এই বাবস্তা চালু করা নাই । যে বাচ্চা ডাক্তার হতে চাই তাকে ডাক্তার করান হয় । যে বাচ্চা শিক্ষক হতে চাই তাকে শিক্ষক বানানো হয়। যে বাচ্চা পাইলট হতে চাই তাকে পাইলট করা হয় । কিন্তু আমাদের দেশে বই এর বোঝা টানতে টানতে জীবন পার হইয়া যাই ।একটা ভাল জব তাই মেলে না। যদি আপনি ঘুস না দিতে পারেন । এত কষ্ট করে পড়াশুনা করে একটা ভাল চাকরীর আশাই কিন্তু সেই চাকরি পাওয়া যাই না। আবার এই বহুমুখী শিক্ষা অর্জন করতে গিয়া অনেকে সফল হয় আবার অনেকে ঝরে যাই । আবার অনেকে পাগল হয়ে যাই । পড়াশুনা করতে গেলে অনেক রকমের বই । এত বই পড়বে কখন  । পড়তে পড়তে মাথার তার কেটে যাই । আমি গল্প বলছি না । সত্য বলছি এটা আমাদের বাংলাদেশের সিস্টেম । 

image source

আমাদের কে নিয়া শিক্ষার সাথে খেলা করাচ্ছে । এই খেলাই কেউ টিকে থাকতেছে আবার কেউ ঝরে যাচ্ছে । আর শিক্ষা মুন্ত্রিরা মজা নিচ্ছে । পড়াশুনা করা অনেক কষ্ট । আমাদের দেশে কষ্টের পর সুখ পাওয়া সম্ভব নই । যে দেশে শিক্ষার মূল্য দেওয়া হয় না। সে দেশ কখনও উন্নত হতে পারে না । পুর সিস্টেম যে দিন পরিবর্তন হবে সেই দিন উন্নত সম্ভব । 

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center