মুক্তিযুদ্ধের চেতনা

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় । ত্রিশ লক্ষ শহীদ এর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জণ করি । আর এই মুক্তিযুদ্দ একটি চেতনা নিয়ে সংঘটিত হয়েছিল । যে চেতেনকে কেন্দ্র করে আমরা উন্নতির দিকে এগিয়ে চলছি । মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে চেতনা অর্জণ করেছে তাই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ।

মূলত ১৯৭১ সালের পর আমাদের যে সংস্কৃতি গড়ে উঠেছে তা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ফসল । আমাদের এই চেতনার শুরু ১৯৭১ নয়, বরং ১৯৫২ সালের ভাষা আন্দোলন । এরপর আমরা ১৯৫৪ সালের নির্বাচন, ৬৯ এর গণঅভভুথান এবং ৯০ এর গণতন্ত্র আন্দোলন এর মধ্যে দিয়ে এই চেতনা প্রকাশ করেছি ।

পরিশেষে বলা যাই যে আমাদের এই চেতনা পরিপূর্ণ করার জন্য দরকার বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি । এই জন্যই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেয়া দরকার ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now