ব্রাজিলের কয়েকটি হাসপাতালে অক্সিজেন নেই

image.png

ব্রাজিলের মানাউস শহরে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। হাসপাতালগুলোতে অক্সিজেনের স্বল্পতা ও কর্মীদের অভাব রয়েছে। ব্রাজিলের উত্তর-পূর্বে আমাজোনাস অঞ্চলের ওই শহরে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

বিবিসির আজ শুক্রবারের খবরে জানা যায়, স্থানীয় গণমাধ্যমে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্কতা জারি করে বলেছেন, অক্সিজেনের স্বল্পতায় অনেক মানুষের মৃত্যু হতে পারে।
বিশ্বে করোনা সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। দেশটিতে ২ লাখ ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

করোনাভাইরাসের সংক্রমণের প্রথম ঢেউয়ে আমাজন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। করোনার নতুন ধরনও ছড়িয়ে পড়ে এই এলাকায়।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now