বুয়েটের তিন শিক্ষককে হাইকোর্টে তলব

image-65554.jpg

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তিন ছাত্রীকে উত্ত্যক্ত ও এক ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য তিন শিক্ষককে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৪ জানুয়ারি তাদেরকে হাইকোর্টে এসে তদন্ত প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে আদেশে।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

শিক্ষকরা হলেন- তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ও কমিটির আহ্বায়ক ড. মো. কামরুল আহসান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও কমিটির সদস্য ড. মো. মাকসুদ হেলালী এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রওশন মমতাজ।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। পরে তিনি আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এমএবি/জেবি)

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center