অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট ২০১৯ - এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই!

acc.jpeg

Source

চলছে অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এটি এশিয়ার সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট যেখানে এশিয়ার সকল পরাশক্তিরা অংশ নেয়। এই টুর্নামেন্টের উদ্ভোধন হয় গত ৫ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বরে এর সমাপ্তি ঘোষণা হবে। এশিয়া কাপ নিয়ে আগেও লিখতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে তা আর লিখতে পারিনি। তবে আজ এর খুটিনাটি সব বিষয় নিয়েই লিখব।

এটি একটি বয়সভিত্তিক টুর্নামেন্ট যেখানে শুধুমাত্র ১৯ বছর বা তার কম বয়সের ছেলেরাই খেলার সুযোগ পেয়ে থাকে। এবারের এশিয়া কাপে টোটাল ৮ টি টিম অংশগ্রহণ করে এবং তাদেরকে "A" ও "B" নামে দুইটি গ্রুপে বিভক্ত করা হয়। গ্রুপ-এ তে ছিল চারটি দল ও গ্রুপ-বি তে ছিল চারটি দল। এ টুর্নামেন্টে গ্রুপ পর্বের পরেই সেমিফাইনাল পর্ব, দলের সংখ্যা কম হওয়ার কারণে রাখা হয়নি কোয়ার্টার ফাইনাল পর্ব। তাই প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিম নিয়ে হবে সেমিফাইনাল পর্ব।

ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও কুয়েত এই চারটি দল নিয়ে গঠিত হয় গ্রুপ-এ। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনাল পৌঁছে গিয়েছে এ-গ্রুপ চ্যাম্পিয়ন ভারত ও তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ হতে রানার্সআপ টিম আফগানিস্তান ও পৌঁছে গিয়েছে সেমিফাইনালে।

অন্যদিকে গ্রুপ-বি তে জায়গা করে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত। বি গ্রুপের তিন ম্যাচে তিন জয়ে টেবিলের শীর্ষে অবস্থান বাংলাদেশ দলের ও তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে দ্বিতীয় অবস্থানে স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে।

আজ হবে সেমিফাইনাল পর্ব যেখানে বাংলাদেশে মুখোমুখি হবে গ্রুপ-এ রানার্সআপ দল আফগানিস্তানের ও স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে গ্রুপ-এ চ্যাম্পিয়ন ভারতের। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে উভয় ম্যাচেই। আজকের জয়ী দুই দল ১৪ সেপ্টেম্বর লড়বে ফাইনালের আসরে এবং সেখানেই নির্ধারণ করা হবে ২০১৯ সালের এশিয়ার সেরা কে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center