সংক্রমণ রোধে ফ্রান্সে কারফিউ জারি

image.png

ফ্রান্সে করোনা সংক্রমণ রোধে কারফিউ জারি করেছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার কারফিউ ঘোষণা করেনে দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সারাদেশে কারফিউ জারি থাকবে বলে জানান তিনি। আগামীকাল শনিবার থেকে কারফিউ কার্যকর হবে এবং অন্তত ১৫ দিন স্থায়ী থাকবে এটি।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রথমটির চেয়ে অনেক বেশি নাজুক পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে ফরাসি সরকার। ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স ঘোষণায় বলেন, সংক্রমণ বাড়তে বাড়তে যে অবস্থায় গিয়ে পৌঁছেছে সেটা ভীষণ উদ্বেগজনক। কারফিউ জারি করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো পথ খোলা ছিল না। এই কারফিউর মেয়াদ আপাতত ১৫ দিন। সংক্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

অবশ্য গত ডিসেম্বরের শুরু থেকেই ফ্রান্সের সংক্রমণপ্রবণ কয়েকটি এলাকায় কিছুটা শিথিল কারফিউ জারি করা ছিল। এবার নতুন ঘোষণায় পুরো দেশে এই বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হলো। সেই সাথে পূর্বে কারফিউ জারি করা এলাকাগুলোতে যে শিথিলতা ছিল তাও তুলে দেওয়া হয়েছে।

ফ্রান্সে এখন পর্যন্ত ২৮ লাখ ৫১ হাজার ৬৭০ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৩১৩ জনের।

সূত্র: ইউরো নিউজ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now