টিকার দুই ডোজের ব্যবধান ২৮ দিনের বেশি হলে ‘কার্যকারিতা বাড়ে’

image.png

ভারতে শনিবার করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। সেরামের কোভিশিল্ডের পাশাপাশি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও ব্যবহার করা হবে। প্রত্যেককে উভয় টিকারই দুই ডোজ করে দিতে হবে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

ভারতে টিকা দেওয়া শুরুর আগের দিন শুক্রবার সেরাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. সুরেশ যাদভ এনডিটিভিকে বলেছেন, দুই ডোজের মধ্যে ব্যবধান কয়েক সপ্তাহ বাড়ানো গেলে ফল আরও ‘অনেক ভালো হবে’।

“সময়ের ব্যবধান চার সপ্তাহ হলেও এটা ভালো সুরক্ষা দেয়। তবে তা ৭০ থেকে ৮০ শতাংশ। কিন্তু ব্যবধানটা যদি আরও বাড়িয়ে ছয় বা আট বা ১০ সপ্তাহ করা যায় তাহলে ফল হবে উচ্চমাত্রার।”

এই টিকার তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালে দুই ডোজের মধ্যে সময়ের পার্থক্য ২৮ দিন হওয়ায় সেভাবেই টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তবে দ্বিতীয় ডোজ যদি আগে নেওয়া হয়, তাতেও সেই ব্যক্তির ৭০ শতাংশ সুরক্ষা হবে বলে জানান তিনি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now