ভয়ে কাঁপবে পা ! এসব সেতুতে রয়েছে বিপদের হাতছানি

1.jpg

এই সেতুটিও তৈরি চিনে ৷ চিনের এক ন্যাশনাল পার্কে ভিতর অবস্থিত রয়েছে এই সেতু ৷ এটি দৈর্ঘ্যে ৪৩০ মিটার লম্বা ৷ মাটি থেকে উচ্চতা ৩০০ মিটার

2.jpg

ঠকঠক করে কাঁপবে পা ৷ ভয়ে ঘাম ঝড়বে ৷ কারণ, পায়ের নিচে অনেক দূরে মাটি ৷ আর আপনি প্রায় আকাশের কাছাকাছি ঝুলছেন ! হ্যাঁ, পৃথিবী জুড়ে রয়েছে এমনই কয়েকটি সেতু ৷ যেখানে পা দিলে ভয়ে হাড় কাঁপতে বাধ্য

3.jpg

এই যেমন চিনের হাওয়াই প্রান্তের কাচের সেতু ৷ যার দৈর্ঘ্য ৪৮৮ মিটার ৷ আর মাটি থেকে ২১৮ মিটার ওপরে ৷ এই ব্রিজে উঠতে অনেকেই ভয়ে কাঁপেন ৷ অনেক তো রীতিমতো হামাগুড়ি দিয়ে পার হন সেতু

5.jpg

চিনের হুনান প্রান্তে পাহাড়ে খাদ কেটে তৈরি হয়েছে এই সেতু ৷ যা কিনা বেশিরভাগটাই তৈরি কাচ দিয়ে ৷ এই সেতুর ওপর উঠলে এক নিমেশে মনে হতে পারে আপনি দাঁড়িয়ে রয়েছেন একেবারে খাদের ওপর

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center