প্রতিবাদী মানুষের তালাশে

500x350_8adfbe9e2d53f91cd33ef31805dc0f12_Mukti_883.jpg

প্রতিবাদী মানুষের তালাশে

    - মোঃ ফিরোজ হোসেন

যুক্তি ও বিবেক হারিয়ে অনিয়ন্ত্রিত মনন

হিংসা বা লোভ গেড়ে বসে মগজে

কালকূট গরলে অহরহ সীমালঙ্ঘন ।

বস্তুতান্ত্রিক বিভ্রমে নিত্য সীমানাহারা

হিংস্রক রোমান্টিক বিপ্লবী ফাঁদ

হাতে হাতে খুনপিয়াসি ছুরি, বন্দুক, বোমা

আহম্মকি চরমপন্থা ঘিরে ধরে চেতনা

সমতার নামে মানবতার বিনাশ ।

ক্রীড়ানকের ইশারার ছলচাতুরী আঙ্গুল

বিভ্রান্তির অতলে ডুবে অন্ধত্ব রোগ

অর্বাচীনের অপরিমিত হুর-গেলমান লোভে

ধর্মের লেবাসে আধার্মিক রূপ

হাতে হাতে চাপাতি, ছুরি, বারুদের নির্বিচার হিংস্রতা

মানবতার গর্দানে সাপের শীতল নিঃশ্বাস ।

ঘাড়ের উপর চেপে থাকা কথিক রাষ্ট্রনায়ক

নির্বিচার হামলে পড়ে আপন জনতায়

রক্তের ফিনকি ছোটে, আকাশে ভাসে ক্রন্দনরোল

জলোচ্ছ্বাসের উগ্রতার তাণ্ডবে পৃথিবী কাতর

ডেকে আনা অজস্র খড়কুটো-ফেনাপুঞ্জ

মানবতার বসত-ভিটায় ঘুর্ণিহাওয়ার আগ্রাসন ।

সীমানার বাইরে অনিয়ন্ত্রিত প্রবণতায়

পৃথিবীর পরে আঁধারের ছায়া

মুখোশের আড়ালে অট্টহাসে শান্তির ধ্বজাধারী

তুড়ি বাজে স্বার্থোন্মত্ত ক্ষমতাধর পুঁজির আঙ্গুলে

লকলকে জিহ্বা মেলে লোভী-চতুর খেলোয়াড়

তীব্র যাতনার রোল ওঠে

নিয়ন আলোর মতো পাণ্ডুর সভ্যতায় ।

বর্তমান দুটি পক্ষের

জালিম আর নির্যাতিতের

এ দুই শিবিরে হারিয়ে গেছে সব মানুষ ।

প্রেমের বন্ধনে উজ্জীবিত প্রতিবাদী মানুষ কই !

হাতে হাতে জ্ঞানের মশাল জ্বেলে রুখবে কারা !

উর্বরতার বৃষ্টিতে আবার কবে

সবুজ শ্যামলে ভরে উঠবে ধরণী

পৃথিবীর কানায় কানায় পূর্ণ করা শান্ত শীতল প্রবাহ ।

DQmSWrJHDu5vNo39LG38v3rrNY2KoKgDsjAYd7S7pWnME8i.gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now