বাংলা নববর্ষ

IMG_20180710_222654.JPG
************বাংলা নববর্ষ ************
আমিও এখানে প্রায় হলে একবার নববর্ষ উৎসবে পান্তা-ইলিশ খেয়েছিলাম।
বাংলা নববর্ষ ও বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখের উৎসব পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালী আছে তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশের এক সময়ে দিনে পূর্ণ অনুষ্ঠান জাঁকজমক ভাবে পালন হয়। এখন হালখাতা, মঙ্গল, শোভাযাত্রা, কবির গান, কীর্তন, যাত্রা, বৈশাখী মেলা, আবৃত্তি, নাচ, গানে, মুখরিত থাকে সারা দেশ।
images.jpeg

কোন কোন এলাকায় নৌকাবাইচ, হাডুডু, ষাড়ের লড়াই, মোরগের লড়াই ইত্যাদি প্রয়োজন করা হয়। ক্ষুদ্র -নি -গোষ্ঠী পালন করে। দিনব্যাপী আনন্দময় বৈসাবি উৎসব পণ্ডিতরা মনে করেন মোগল সম্রাট আকবর বাংলা সন চালু করেন যেমন আনন্দ উল্লাসের জন্য তেমনি পরস্পর কুশল বিনিময় ও কল্যাণ কামনার জন্য আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এই দিনে শহরাঞ্চলে পান্তা-ইলিশ খাওয়ার চল রয়েছে ইদানীং। নতুন অথবা সুন্দর জামা কাপড় পড়ে সব বয়সের মানুষ বাংলা নববর্ষ আনন্দে মেতে উঠে। বাংলা নববর্ষ এখন আমাদের জাতীয় উৎসব।
এখানে নববর্ষ উৎসব হয় আমার বাসার পাশেই

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center