[breaking news] সুখবর সুখবর সুখবর ..... 2017 সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে


সুখবর সুখবর সুখবর ..... 2017 সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে। Rainer Weiss ও Barry C. Barish এবং Kip S. Thorne এই তিনজন পদার্থবিজ্ঞানী সম্মিলিতভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। কেন ? কারণ, 2 বছর আগে 2015 সালের সেপ্টেম্বরে লাইগো ডিটেক্টরে মহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণে অবদান রাখার জন্য। এক শতাব্দী আগে আইনস্টাইন তাঁর সাধারণ আপেক্ষিক তত্ত্ব ( মহাকর্ষ তত্ত্ব ) অনুসারে এই মহাকর্ষীয় তরঙ্গের ভবিষ্যদ্বানী করেছিলেন আর 100 বছর পরেও আমরা দেখছি, Einstein was absolutely right. 1300 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত দুটা কৃষ্ণগহ্বরের সংঘর্ষের ফলে উৎপন্ন মহাকর্ষীয় তরঙ্গ মহাবিশ্বের সর্বোচ্চ গতিবেগ আলোর বেগে পৃথিবীতে আসতে 1300 কোটি বছর সময় লেগেছে। আলোর বেগের চেয়ে দ্রুত বেগ তোলা সম্ভব নয় আর মহাকর্ষীয় তরঙ্গের বেগ আলোর বেগের সমান। আমেরিকার লাইগো ডিটেক্টর পর্যন্ত আসতে আসতে সংকেত অনেক দুর্ল হয়ে গিয়েছিল, তারপরও ধরা গেছে। যদিও লাইগো প্রজেক্টে 1000 এরও বেশী বিজ্ঞানী কাজ করে কিন্তু ঐ তিনজন বিজ্ঞানীই মূলত প্রজেক্টকে complete করেছে, চার দশকের প্রচেষ্টা যেন ব্যর্থ না হয় তা নিশ্চিত করেছে। আশা করি, হয়ত একদিন কোন বাঙালি বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাবে ( কিন্তু আমার আগে যেন না পায়, হিঃ হিঃ )

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now