প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ

নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশকে ৪১ রানে হারায় টাইগাররা। আর এতে অনেকটা এগিয়ে রয়েছে টিম টাইগার।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে হেরে কিছুটা হলেও মানসিক ভাবে চিন্তায় আছে ভারত। যদিও চলতি বছরের শুরুটা ভালো কাটেনি বাংলাদেশ দলের। ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে টাইগাররা। এবার লঙ্কার মাটিতে ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল ৮ই মার্চ নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

তবে প্রস্তুতি ম্যাচটি ভালো করায় কাজে দিবে বলেই মনে করছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। সাকিব না থাকায় তার যায়গায় তাকে দেখা যেতে পারে কালকের ম্যাচে।

লিটন দাস বলেন, ‘প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্স খুব ভালো হয়েছে। আমরা চাচ্ছিলাম ম্যাচটি জিততে। কারণ, বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। অনুশীলন ম্যাচ খেলা হয় প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করার জন্য। সেদিক থেকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং আমাদের ভালো হয়েছে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশ শক্তিশালী সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center