ভি টি-৫ লাইট ট্যাঙ্ক | VT-5 Light Tank |

ভি টি-৫ লাইট ট্যাঙ্ক - VT-5 Light Tank


maxresdefault (1).jpg
source


ভি টি-৫ হল একটি চাইনীজ লাইট ট্যাঙ্ক। ট্যাঙ্কটি ২০১০ সালে সর্বপ্রথম সবার সামনে আসে। ট্যাঙ্কটিকে খুবই গোপন ভাবে তৈরি করা হয় এবং এটির সম্বন্ধে তেমন কোন অফিসিয়াল তথ্যও জানা যায়নি। টাইপ ৬২ ট্যাঙ্কটির ওপর এটিকে বানানো হয়েছে এবং নতুন ডিজাইন ও লুক দেয়া হয়েছে।


vt5.jpg
source


চায়নার নোরিনকো কোম্পানি এটিকে ডেভেলপ করেছে। চাইনিজ আর্ম ফোর্সে এইরকম ৩০০ টি ট্যাঙ্ক লাগলেও ট্যাঙ্কটিকে মুলত রফতানি করার উদ্দেশ্যে বানানো হয়েছে। অনেক সম্ভাব্য ক্রেতা দেশ ট্যাঙ্কটিকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

রিকনাইসেঞ্চ এবং ইনফিনিট্রি সাপোর্ট অপারেশনের কথা মাথায় রেখে মুলত এটিকে বানানো হয়েছে। ট্যাঙ্কটি বিশেষভাবে পাহাড়, জঙ্গল ও নদী বিধৌত এলাকায় অপারেশন পরিচালনা করতে পারদর্শী, যেখানে মেইন ব্যাটল ট্যাঙ্ক পৌঁছতে পারেনা।


DHWNn0mV0AEY8wH.jpg
source


বাংলাদেশের প্রেক্ষাপটে এই ট্যাঙ্কটি খুব বিশেষ ভাবে উপযুক্ত। বাংলাদেশ সেনাবাহিনীও ট্যাঙ্কটিকে অধিক হারে বহরে রাখতে চাইছে। বর্তমানে মুলত ১ রেজিমেন্ট ট্যাঙ্ক অন অর্ডারে থাকলেও ২০৩০ সালের ভেতর এইরকম ৪ রেজিমেন্ট ট্যাঙ্ক বহরে রাখার পরিকল্পনা আছে।


পরবর্তী পর্বে ট্যাঙ্কটির কনফিগারেশন নিয়ে আলোচনা করা হবে।

[বি:দ্র:- কোন প্রকার ভুল ত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন। ]


DQmb2XLRnqy5netJri1pMXwqxB22MxujE4XakYcHeVUpQqx.gif

DQmdXKmAvvCeX6pj4etPF5rSuqyWGLcHEuU854KEpfn1N1E.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center