বাংলাদেশ নেভির টাইপ-০৫৬ করভেট | Type 056 Corvette of Bangladesh Navy |

বাংলাদেশ নেভির টাইপ-০৫৬ করভেট


9dkvr.jpg
source


  • এই পর্বে বাংলাদেশ নেভির টাইপ-০৫৬ করভেট নিয়ে আলোচনা করা হবে।

কয়েক বছর আগে বাংলাদেশ নেভিতে দুটি টাইপ-০৫৬ করভেট যুক্ত হয়। যুদ্ধ জাহাজ গুলোর নাম যথাক্রমে বিএনএস স্বাধীনতাবিএনএস প্রত্যয় এবং পেটেন্ট নাম্বার যথাক্রমে F111F112। বাংলাদেশ নেভিতে এই করভেট গুলোকে স্বাধীনতা ক্লাস করভেট হিসেবেই নামকরন করা হয়।

এই বছরের শেষের দিকে এইরকম আরও দুইটি যুদ্ধ জাহাজ বাংলাদেশ নেভিতে যুক্ত হবে। যুদ্ধ জাহাজ গুলোর নাম রাখা হয়েছে যথাক্রমে বিএনএস সংগ্রামবিএনএস প্রত্যাশা এবং পেটেন্ট নাম্বার যথাক্রমে F113F114। নতুন যুক্ত হওয়া এই দুটি যুদ্ধ জাহাজ মুলত আগে দুটি থেকে রাডার ও সেন্সর ব্যবস্থায় অনেকটা এডভান্স।

বাংলাদেশ নেভি মুলত এই ধরনের যুদ্ধ জাহাজ অধিক হারে বহরে রাখতে চাইছে। প্রাথমিক পর্যায়ে ৮ টি হলেও এই সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে।

বাংলাদেশ নেভির স্বাধীনতা ক্লাস করভেটের পরবর্তী যুদ্ধ জাহাজ গুলো বাংলাদেশেই তৈরি করার প্লান আছে। খুলনা শিপইয়ার্ড লিমিটেডকে সেই জন্য বেশ ভাল ভাবেই প্রস্তুত করা হয়েছে। সামনের বছরের শুরুর দিকে এর নির্মাণ কাজ শুরু করা হবে। এই যুদ্ধ জাহাজ তৈরিতে চায়না খুলনা শিপইয়ার্ড লিমিটেডকে সমস্ত প্রকার কারিগরি ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে।

বাংলাদেশে তৈরি হওয়া স্বাধীনতা ক্লাসের অন্যান্য যুদ্ধ জাহাজ গুলোর ডিজাইনে কিছুটা পরিবর্তন আস্তে পারে। সেই ক্ষেত্রে এন্টি-সাবমেরিন ওয়ারফেয়ারে ক্ষমতা বৃদ্ধি, রাডার ও সেন্সর ব্যবস্থায় আরও এডভান্স করা হবে। এছাড়াও এর পেছনের দিকে একটি হেলিকপ্টার রাখার হেঙ্গার রাখার ব্যবস্থা করা হবে।


টাইপ-০৫৬ করভেট সম্পর্কে বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন;

টাইপ-০৫৬ করভেট

[বি:দ্র:- কোন প্রকার ভুল ত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন। ]


DQmb2XLRnqy5netJri1pMXwqxB22MxujE4XakYcHeVUpQqx.gif

DQmdXKmAvvCeX6pj4etPF5rSuqyWGLcHEuU854KEpfn1N1E.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center