স্প্যামকে না বলুন

images (1).jpeg
Image source

হ্যালে বাংলাদেশি উইকোয়ান.....
সবাই ভাল আছেন নিশ্চয়!

উইকোতে দিন দিন স্প্যামারদের সংখ্যা বেড়েই চলছে যাদের মধ্যে অনেকেই বাংলাদেশি। এটা আমাদের জন্য খুবই লজ্জার ও অসম্মানের। আমরা হয়তবা স্প্যাম করে ২/৪ টাকা বানাতে পারছি কিন্তু হারাচ্ছি সবচাইতে মূল্যবান সম্পদ আমাদের সম্মান। তাই আমাদের উচিত আমাদের মূল্যবান সম্পদটিকে রক্ষা করা। চলুন সবাই মিলে স্প্যামকে না বলি এবং বিশ্বের সামনে নিজেদেরকে মাথা উঁচু করে দাড়াতে সাহায্য করি।

আমরা অনেকেই আছি যারা ইংরেজি জানিনা। যারা ইংরেজি জানিনা তারা নিজেদেরকে খুবই দূর্বল মনে করি। আমরা মনে করি ইংরেজি জানিনা বলেই আমরা বন্ধু বাড়াতে পারছিনা। এমনটা ভাবা পুরোটাই বোকামি। এই প্লাটফর্মে তো হাজারেরও বেশি বাঙ্গালি আছি। আমরা কি পারিনা একে অপরের বন্ধু হতে?
আমরা কি পারিনা একে অপরকে সাহায্য করতে?

হ্যা আমরা পারি! তার জন্য দরকার শুধু একটু পরোপকারী মানসিকতার। চলুন আমরা একে অপরকে সাহায্য করি। যারা ভাল মানের লেখক আছেন তাদেরকে উৎসাহ দিই। তাহলে তারা আরও ভাল মানের কন্টেন্ট লিখতে উৎসাহ পাবে।

আপনি জেনে খুশি হবেন যে আমি প্রতিদিন ভাল মানের বাংলা কনটেন্ট খুজে বের করছি এবং তাদেরকে যথাসম্ভব আপভোট দিয়ে সাহায্য করছি এবং বিনিময়ে কোন ফিরতি আপভোটও চাচ্ছিনা। আমি ভাল মানের কনটেন্ট লেখকদের আপভোট করছি নিঃস্বার্থভাবে এবং সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উইকোতে প্রতিদিন হাজারেরও বেশি পোস্ট হচ্ছে। সেখান থেকে শুধু বাংলা কনটেন্ট খুঁজে বের করা কষ্টকর হয়ে পড়ছে।

আপনি যদি একজন বাঙ্গালি লেখক হয়ে থাকেন তাহলে আপনিও পেতে পারেন আমার থেকে একটি বিনামুল্যে আপভোট। আমার থেকে আপভোট পেতে হলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে শুধু।

নিয়মঃ
১ঃ আপনার লেখা কনটেন্টটি অরিজিনাল হতে হবে।
২ঃ আপনার কনটেন্ট কমপক্ষে একটি ছবি ব্যাবহার করুন। ছবি যদি আপনার নিজের না হয় তাহলে ছবির নিচে সোর্স যুক্ত করুন।
৩ঃ আপনার পোস্টের লিংকটি আমার পোস্টে কমেন্ট করুন। আপনি চাইলে আপনার পরিচিতদের পোস্টের লিংকও কমেন্টে দিতে পারেন।

এই নিয়মগুলো অনুসরণ করলেই আপনি পেয়ে যাবেন আমার থেকে একটি বিনামুল্যে আপভোট।

চলুন স্প্যামকে না বলি
একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center