পৃথিবীর সবচেয়ে বড় মাছের বাজার

32332344.jpg

টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত সুকিজি বাজার। বড় বড় সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত এটি। ৮৩ বছরের পুরনো বাজারটি ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত থাকে সবসময়। ১৯৩৫ সালে এ বাজারের যাত্রা শুরু।

গত বছর ১৬ অক্টোবর বিশ্বের বৃহত্তম এ বাজারটি কৃত্রিম দ্বীপ তোয়োসুতে স্থানান্তরিত করেছে জাপান সরকার। সুকিজিকে ২০২০ টোকিও অলিম্পিকের জন্য অস্থায়ী পার্কিংয়ের স্থান করা হবে। তাই সরকারের এ সিদ্ধান্ত।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, সরিয়ে নেয়ার ফলে জনপ্রিয়তা হারাতে পারে ঐতিহ্যবাহী বাজারটি। বিদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এটি। বাজার বন্ধের সিদ্ধান্তে হতবাক অনেক পর্যটকও।

এ বাজারে নির্ভেজাল পণ্য বিক্রি হয়। তাই ভালো পণ্যের জন্য এখানে ভিড় করেন সবাই। এটি জাপানের ঐতিহ্যের অংশ। সুকিজি বাজার বন্ধের ঘোষণার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বাজারসংশ্লিষ্টরা। এ বাজারটি গত বছর ৬ অক্টোবর বন্ধ হয়ে যায়। এদিনও সুকিজি মার্কেটে সর্বশেষ নিলামে ১৬২ কেজির টুনা মাছ ৩৭ হাজার ৮১৮ ডলারে বিক্রি হয়।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center