বেতিয়ারার গেরিলা যুদ্ধ

বেতিয়ারা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারতীয় সীমান্তবর্তি একটি গ্রাম। সবুজে ঘেরা নিরব নিঝুম এ গ্রামটিই একদিন কেপেঁ উঠে ছিলো পাকিস্তানী হানাদার ও তাদের দোসর রাজাকার বাহিনীর সাথে একদল বামপন্থী গেরিলা যোদ্ধার সম্মুখ যুদ্ধের অস্ত্রের গর্জনে।

১৯৭১ সনের ১১ নভেম্বর রাতের সেই দুর্ধর্ষ যুদ্ধের স্মৃতি আজো বয়ে বেড়ায় বেতিয়ারা। আজো বেতিয়ারার মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় সেই সময়ের স্মৃতি কথা। ১১ নভেম্বর আসলে তাই প্রতিবছর স্থানীয়রা আযোজন করে স্মৃতিচারণের। যেখানে সমবেত হন বেতিয়ারার যোদ্ধারা, তাদের সহযোদ্ধারা এবং শহীদ পরিবারের সদস্যরা। দিনভর চলে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও স্মৃতিচারণ। দেশের নানা প্রান্তের মানুষ, যারা প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা সমবেত হন বেতিয়ারায় প্রাণের টানে।

Betiara Smriti stamva.JPG

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center