যাহেলিয়াতের যুগে

পুতিময় পুজ-রক্ত-মল-বিষ্টায় ভরে গেছে মরুদ্যান
সবুজ ঘাষের চাদর আজ থকথকে ভাগারের সরে রুপান্তরিত
হিংস্র আর ভীবৎস কীট-পতংগ কিলবিল করে সর্বদা, সবখানে।
চির তরুণ রেইনট্রি গুলু আজ অম্বল যন্ত্রনায় নেতিয়ে পরেছে
স্নিগ্ধ-সবুজ পাতায় আগুন রঙের কৃষ্ণচূড়ারা পালিয়েছে বহু আগে, অভিমানে
রেখে গেছে প্রিয় মরুদ্যান গন্ধম গাছের কাছে।
আলো জালানো জোনাকিরা কীটের নখরের কাছে সন্ত্রষ্ট
মাথা তুলে উকি দিতে চাইলেই ধেয়ে আসে কালোo নখর আর লকলকে জিহবা
ভীতু জোনাকিরা নিভে যায়, সাহসীরা ক্ষতবিক্ষত হয়।
দিন-রাত চলে কীটের খ্যামটা নাচন, সভ্যতার বস্ত্রহরণ
ছিন্নভিন্ন হয় সভ্যতার পশ্চাদেশ, গাভীন হয় নষ্ট বীর্যে
সূর্য বিদায় নেয় চিরতরে, দুঃসপ্নময় এক চিরস্থায়ী অন্ধকার নেমে আসে মরুদ্যানে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now