কবিতাঃ " সুখের ঘর ভাঙ্গন "


Image Source

তিস্তার পাড়ে বাড়ি আমার সই
তিস্তার বুকেতে মোর ঘর
সারা বছর থাকেনা সেথায়,
চিকিমিকি বালুর চর।
প্রতি বছরে বর্ষায় ভাংছে
সখি তিস্তার ঐ পাড়।
ভাঙ্গনে পড়ে যায় যে তলায়,
আমার সুখের ঘর ।
স্বপ্ন অনেক দেখেছিলাম সই,
দিবা-রাত্রি খুলিয়া আখি।
ঘর বড়ি মোর গ্রাস করেছে
ঐ নিষ্ঠুর তিস্তা নদী।
বল কোথায় এনে তোকে আমি রাখি ?

hr_thin.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

002.gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center