সুস্বাদু টমেটো চাটনি তৈরির রেসিপি।। Tomato chutney recipe

IMG-202304230114.jpg

আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি।আজ আমি আপনাদের সাথে টমেটো দিয়ে চাটনি তৈরির রেসিপি শেয়ার করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

উপকরণ :

পাকা টমেটো - আধা কেজি
লবণ - ১ চা চামচ
হলুদ - ১ চা চামচ
চিনি - ১ চা চামচ
তেল - প্রয়োজন অনুযায়ী
জিরা - প্রয়োজন অনুযায়ী

প্রণালী -

IMG-202300084.jpg

IMG-20230423085.jpg

IMG-20230423086.jpg

প্রথমে আধা কেজি টমেটো নিন। প্রতিটি টমেটো ২-৩ টুকরো করে কাঁটুন। যত পাতলা করে কাঁটা হবে তত তাড়াতাড়ি টমেটো সিদ্ধ হবে।

IMG-202304230091.jpg

কাঁটার পর টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিন।

IMG-20230423093.jpg

IMG-20230423046.jpg

IMG-202304230095.jpg

কড়াইতে তেল দিন। অল্প আঁচে তেল গরম করুন তারপর তাতে প্রয়োজন অনুযায়ী জিরা দিন। জিরা ভাজি করার পর জিরা অন্য একটি পাত্রে উঠিয়ে রাখুন। রান্নার শেষে এই পাত্রে চাটনিটি ঢেলে নিতে হবে।

IMG-20230423096.jpg

IMG-202304297.jpg

এরপর গরম তেলে টমেটো দিয়ে দিন। টমেটোগুলো এখন ভাজি করতে হবে। ভাজি করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো মিশান।

IMG-20230420098.jpg

IMG-2023042399.jpg

আমি ১ টেবিল চামচ হলুদ দিয়েছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিন। তবে আমি মনে করি ১ টেবিল চামচ হলুদ-ই যথেষ্ট।

IMG-20230423102.jpg

IMG-202304230101.jpg

হলুদের পর ১ টেবিল চামচ লবণ দিয়েছি। লবণের চাহিদা মানুষভেদে ভিন্ন হতে পারে। তবে ২ টেবিল চামচ এর বেশি দেওয়ার দরকার নাই।

IMG-2023042300.jpg

সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।যত ভালোভাবে মেশানো হবে স্বাদ তত বৃদ্ধি পাবে।

IMG-20230423104.jpg

IMG-202304230105.jpg

IMG-20230423106.jpg

তারপর কড়াইটি ৫ মিনিটের জন্য ঢেকে দিন। ঢাকা অবস্থায় টমেটো আরো ভালোভাবে সিদ্ধ হবে। ৫ মিনিট পর ঢাকনা তুলে দিন।

IMG-202304230110.jpg

ঢাকনা তোলার পর ১ টেবিল চামচ চিনি দিন। চিনি একটি অতিরিক্ত উপকরণ। চাইলে এটি স্কিপ করতে পারেন।

IMG-2023042111.jpg

সবশেষে আরো ২ মিনিটের জন্য কড়াইটিকে অল্প আঁচে রাখুন তারপর নামিয়ে নিন।

IMG-304230114.jpg

এখন এটি পরিবেশনের জন্য তৈরি। এটি খেতে অনেক সুস্বাদু এবং তৈরি করাটাও সহজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পোস্টে সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকুন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now