surah al-bakarah ayat 109-112

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সুরা-বাকারা,আয়াত-১০৯-১১২.
"আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশতঃচায় যে,মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোন রকমে কাফির বানিয়ে দেয়।তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর (তারা এটা চায়).যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা কর এবং উপেক্ষা কর।নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।তোমরা নামাজ প্রতিষ্ঠা কর এবং জাকাত দাও।তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে,তা আল্লাহর কাছে পাবে।তোমরা যা কিছু কর,নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন।ওরা বলে,ইহুদী অথবা খ্রীষ্টান ব্যতীত কেউ জান্নাতে যাবেনা।এটা ওদের মনের বাসনা।বলে দিন,তোমরা সত্যবাদী হলে,প্রমাণ উপস্থিত কর।হ্যাঁ,যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে।তাদের ভয় নেই এবং তারা চিন্তিত ও হবেনা"

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center