Appics কি,কেন,কিভাবে?

বাংলাদেশী স্টিমিয়ানদের শুভেচ্ছা ও অভিনন্দন!

ভালোলাগে যে বাংলাদেশের অনেকেই বর্তমানে স্টিমিট ব্যবহার করছে।প্রথমে ধন্যবাদ জানাই @toushik কে ।ওর হাত ধরেই প্রথম জানতে পারি আজকের পোষ্ট করার বিষয় ।আশা করি সম্পুর্ন পড়বেন এবং উপকৃত হবেন।তবে এটা দুঃখের বিষয় হল স্টিমিটে শুরু থেকে না থাকায় সবার স্টিম পাওয়ার কম বিদায় ইনকাম ও কম।অনেক দিন ধরেই ভাবছি পোষ্টটা করব কিন্তু হয়ে উটছে না।
আর নতুন কোন প্লাটফর্ম আসলে যেনো এই পরে আসার দুঃখ টা না থাকে সে জন্যই আজকের পোষ্টটা করা।ইতোমধ্যে অনেকেই হয়তো জানে।তবুও সবাইকে জানানোর জন্যই পোষ্ট।
আর সেই নতুন প্লাটফর্ম টা হল Appics.

IMG_20180710_142608_039.jpg

Appics কি?

এটা একটি স্মার্টফোন ভিত্তিক প্লাটফর্ম অর্থাৎ এটা স্টিমিটের মত ওয়েবে ব্যবহার করা যাবে না। আপনাদের মাঝে অনেকেই ইন্সটাগ্রাম ব্যবহার করে থাকেন।Appicsপ্লাটফর্মটা একদম সে রকম হবে।ইন্সটাগ্রাম ব্যবহারে কেউ টাকা পায় না।তবে স্টিমিট যেমন ফেসবুকের মত হয়ে টাকা দিচ্ছে তেমনি Appics ও ইন্সটাগ্রামের মত হয়ে টাকা দিবে।মজার না?
স্টিমিটের মত Appicsও লাইক যেটাকে আপভোট বলে জানি সেটার উপরই আপনার টাকা দিবে।এটাও লাইককে কনভার্ট করে কারেন্সি তৈরি করবে। এটাতে লাইকের পাশাপাশি ডোনেশন অপশন থাকবে ,কেঊ চাইলে ডলার ডোনেট করতে পারবে। স্টিমিটের মত এখানেও থাকবে পাওয়ারের মত ব্যাপার।যার পাওয়ার যত বেশি তার ইনকাম তত বেশি হবে।তবে এখানে ইন্সটাগ্রাম এর মত চ্যাটের সুবিধা থাকবে+চ্যাট করার মত করেই আপনার ওয়ালেটের টাকা ট্রান্সফার করতে পারবেন।এটার ডলার ট্রান্সফার স্পীড স্টিমিটের মতই হবে কারন Appicsও স্টিম ব্লকচেইনের উপর প্রতিষ্ঠিত হচ্ছে।
এবং স্বয়ং @ned ও এই প্রজেক্টটাকে অনুমোদন দিয়েছে। অ্যাপটা দেখতে নিচের মত হবে।

এই প্রজেক্টটির পরিচালনামন্ডলী যারাঃ

  • প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা: @sirwinchester
  • প্রতিষ্ঠাতা ও সিওও:@mrs.steemit
  • প্রতিষ্ঠাতা ও শিল্প পরিচালক -:@sandroieva
  • প্রতিষ্ঠাতা ও সিভিও - ক্রিস্টিন টপপ (@topp.c-cret )
  • প্রশাসনিক ম্যানেজার - @agent
  • CTO - খ্রিস্টান Heusinger
    উপদেষ্টা:

    @ned , @pharesim, @good-karma

    রাষ্ট্রদূতগণ:

    @timsaid , @sweetsssj, @theglobopreneur
    Paul Ring (Universal Music Group)
    এদের মধ্যে @sirwinchester কে অনেকেই চিনতে পারেন যারা শুরু থেকে স্টিমিট এ ছিল।স্টিমিট এর এত সুনামের ক্ষেত্রে এদের অবদান তুলনাহীন।স্টিমিটের মত Appics ও তার হাত ধরে এগিয়ে যাবে আশা করি।এছাড়া তাদের দলে যারা যারা আছে সবাই এক্সপেরিয়েন্সড লোক।তাই ধ্বসে পড়ার মত কখনোই হবে না।

কিভাবে ব্যবহার করব?

এটা অন্যান্য অ্যাপের মত গুগল প্লেষ্টোরে অ্যাপ পাবলিশ করবে সেটা ডাউনলোড করে নরমাল অ্যাপের মত করে ব্যবহার করবেন।
এই প্লাটফর্মের কয়েনের নাম হবে XAP.লাইক কে কনভার্ট করে এই XAP আপনাকে দেয়া হবে। রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন একটু ভিন্ন হবে স্টিমিট থেকে।স্টিমিট নিজেদের জন্য কোন % রাখেনা কিন্তু Appics একটা অংশ রাখবে।৬৫% পাবে কন্টেন্ট ক্রিয়েটর,২৫% পাবে কিউরেটর (যারা পোষ্ট এ লাইক দিবে),আর ১০% পাবে কোম্পানি নিজে। ডিস্ট্রিবিউশন টা utopian,esteem,dmania এর মত হলেও এই প্লাটফরমে ইনকাম করা স্টিমিট অপেক্ষা অনেক সহজ ব্যাপার হবে।

Appicsপ্লাটফর্মটা ইন্সটাগ্রামের মত হলেই খানিকটা পরিবর্তন থাকবে সেটা হল ইন্সটাগ্রামে কোন বিষয়আলাদা ভাবে নির্দিষ্ট করা নেই যে এইখানে এই ধরনের ছবি আপলোড করতে পারবেন ওখানে ঐ ধরনের।কিন্তু Appics এ সেটার ব্যাবস্থা করা হয়েছে।সবার মন মানসিকতা এক না তাই যার যার রুচি অনুযায়ী বিষয় নিয়ে পোষ্ট করতে এবং নিজের ওয়ালেও সেই ধরনের পোষ্ট দেখতে পারবেন।
বিষয়গুলর মধ্যে আছে ফ্যাশন,লাইফস্টাইল,কমেডি,ট্রাভেল,ফিটনেস,খাদ্য,চিত্রাঙ্কন সহ পনেরো টা বিষয়।বিশেষ করে যারা চিত্রাঙ্কন করতে অভ্যাস্ত তাদের জন্য এই প্লাটফর্মটা সুবর্ণ সু্যোগ হবে।
Appics এ প্রধান বিষয়টা হল এখানে ফটোগ্রাফিতে যারা পারদর্শী তাদের জন্য আরো ভালো হবে।স্টিমিটের মত এখানে লম্বা লম্বা ব্লগ ছাড়তে হবে না,ক্যামেরার কিছু জাদুই ইনকামের সহজ রাস্তা করে দিবে।আশা করি যারা ইন্সটাগ্রাম ব্যবহার করেন তাদের আর এত কষ্ট করে তোলা ফটোগুলো আর বিনা পয়সায় কেউ দেখবে না।Appics আপনাকে সেই ব্যবস্থা করে দিবে।

অনেক বক বক করালাম যখন আসবে তখনই না হয় দেখা যাবে কি হয় না হয়।তাই না?

আসলে তানা এখানে বক বক করার কারনটা অবশ্যই আছে ।এটার আইসিও মাত্রই শেষ হয়েছে।যারা এয়ারড্রপ নিয়ে কাজ করে কি তারা ভালো বুঝতে পারবে।যারা পাওয়ার এর ক্ষমতা দেখাবে তারা আগেই অনেক অনেক XAPকয়েন কিনে নিয়েছে এই আইসিও চলাকালীন সময়। কারন আইসিও চলাকালিন সময় কয়েনের দাম কম থাকে।যার জন্যই @freedom দের মত অ্যাকাউন্টে এত স্টিম পাওয়ার রয়েছে।এটার আইসিও শেষ হলেও বান্টি প্রোগ্রামটা এখনও চালু আছে তাই বিনা পয়সায় আমরাও কিছু XAP নিতে পারি আমাদের ডেইলি অ্যাক্টিভিটির দ্বারা।সেটা হল Appicsএর প্রমোশনালমুলক কাজ করে।আইসিও শেষ হলে তারা স্টিম ব্লকচেইন ডেভেলপমেন্টের কাজ করছে সেটা শেষ হলেই আমরা Appics ইউজ করতে পারব।আইসিও তে যারা প্রিসেল(কয়েন কেনার প্রথম ধাপ,এই ধাপে যেকোন কয়েনের দাম সবচেয়ে কম থাকে।) এ XAP কিনেছে তাদের জন্য একটি ভার্সন ও উন্মুক্ত হয়েছে ।যারা প্রিসেলে একয়েন কিনেছে তারা এখন এটা ব্যবহার করছে।

এখন আসি কিভাবে ডেইলি অ্যাক্টিভিটি দিয়ে কিছু XAP নিতে পারি।প্রথমেAppics এখানে যাই।যেহেতউ আইসিও শেষ তাই এখন সুধু Bunty program ই সেই উপায় কিছু XAP লুফে নেয়ার।তাই প্রথমে Bunty program এ ক্লিক করবেন আপনাকে তাদের আইসিও পেজ এ নিয়া যাবে। তারপর আপনার মেইল দিবেন তারপর আপনার ইচ্ছা মত পাসওয়ার্ড দিবেন একটু কঠিন হলে ভালো হবে সিকিউরিটির জন্য।তারপর আপনার কাজ হবে ওয়ালেট ঠিক করা যেখানে আপনার আর্ন করা XAP দেয়া হবে।যেহেতু এটা আইসিও শেষ মাত্র তাই এটা Token হিসেবেই ট্রান্সফার করা যাবে যখন অ্যাপ আসবে তখন কয়েন হিসেবে ব্যবহার করতে পারবেন।আর Token ষ্টোর করে রাখার অনেক গুলোর মধ্যে Myetherwallet সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।Myetherwallet কেম্নে কি সেটা দেখার জন্য ভিডিওটাকাজে দিবে।ওখানে ওয়ালেট হলে আপনি আইসিও পেইজের Invest এ ক্লিক করবেন নিচের মত।

তারপর নিচের দিকে গেলে Myetherwallet এ পাওয়া এড্রেস দিয়ে সেভ করে দিবেন।

এরপর আপনার কাজ হল Bounty তে ক্লিক করে ফেসবুক,টুউটার এবং স্টিমিট অ্যাকাউন্ট এর সাথে কানেক্ট করে দেয়া।কানেক্ট করার কারন হল এরপর থেকে আপনি যা করবেন Appics এর জন্য সবকিছু তারা দেখে আপনাক আপনার কাজ অনুযায়ী স্ট্যাক্স দিবে যেটা অ্যাপ আসলে আপনার অ্যাকাউন্টএ নিতে পারবেন।ফেসবুকের প্রতিপোষ্টে লাইকের জন্য আপনাকে তিন স্ট্যাক্স দেয়া হবে।টুউটারের টা ছিলো কিন্তু কিছূ দিন আগে নীতিমালা পরিবর্তন হয়ায় এখন সেটা বন্ধ আছে।তবে অনেক রাস্তাই খোলা আছে।ফেসবুকে পোষ্ট বা ইউটিউবে ভিডিও দিয়ে আপনি এই স্ট্যাক্স জমাতে পারবেন।
বিটকয়েনটক ,রেডিট ,মিডিয়াম এ Appics এর প্রমোশনালমুলক পোষ্ট দিয়ে স্ট্যাক্স জমাতে পারবেন। শুধু লাইক বাদে সকল কাজের রেকর্ড হিসেবে লিংক হিসেবে তাদের দিতে হবে আইসিও পেইজের Bounty তেই claim এ আপনার কাজের বিবরন দিয়ে সাবমিট দিলে তারা রিভিও করে স্ট্যাক্স দিয়ে দিবে।অ্যাপ আসতে আসতে যত জমা করতে পারেন আপনার তত লাভ।কেননা এটাই আপনার পরবর্তিতে Appics power হবে,যার পাওয়ার যত বেশি হবে তার তত ভালো হবে।অ্যাপটা আসতে হয়ত আর তিন মাস সময় লাগবে এর মধ্যে আপনার সুযোগটা কাজে লাগিয়ে আপনার পাওয়ার বাড়িয়ে নিন।

এই কয়েকদিনে আমিও কিছু জমা করেছি।আর হ্যা @appics এটা তাদের অফিসিয়াল স্টিমিট অ্যাকাউন্ট।সবধরনের আপডেট সবার আগে ওখানেই পাবেন। এরপর ও যদি কারও কোন সমস্যা হয় আমরা বাঙ্গালীদের জন্য একটি telegram group খুলেছি কারো সমস্যা হলে আমাদের গ্রুপে বলতে পারবেন।
আমাদের গ্রুপের লিংকঃ
https://t.me/Appics_Bangladesh
গ্রুপে এড হলে 0.05Sbd ফ্রি দেয়া হবে।

STAY PASSIONATE & STEEM ON! Team APPICS


All the photo credits goes to @appics

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now