আল্লাহর এক নেয়ামতের কাছে বাকি সব কিছুই তুচ্ছ।

image
https://pixabay.com/en/pancakes-fruit-plate-of-pancakes-3394439/

headerআল্লাহর এক নেয়ামতের কাছে বাকি সব কিছুই তুচ্ছ।

এক দিন খলিফা হারুন-অর-রশিদ তৃষ্ণার্ত হয়ে তার খাদেমের কাছে পানি চাইলেন। এসময় বিখ্যাত এক বুজুর্গ ব্যাক্তি খলিফার কাছেই ছিলেন। খলিফা পান করতে উদ্যত হলেন এমন সময় বুজুর্গ ব্যাক্তিটি বললেন-

-“জনাব একটু থামুন। আমার একটা প্রশ্ন আছে।“

খলিফা একটু অবাক হয়ে পাত্র নামিয়ে নিলেন। বুজুর্গ ব্যক্তিটি বললেন-

  • “প্রচণ্ড পিপাসার সময় এই এক পাত্র পানির জন্য আপনি কি পরিমাণ সম্পদ খরচ করতে রাজি হবেন?”

খলিফা একটু ভাবলেন তারপর বললেন,” পিপাসা যদি তীব্র হয়, জীবননাশের হুমকি দেখা দেয় তাহলে প্রয়োজনে আমার গোটা রাজত্ব দিয়ে হলেও আমার ঐ পানিটুকু চাই।“

বুজুর্গ ব্যাক্তিটি বললেন- “ঠিক আছে পান করুন।“ খলিফা পান করার পর আবার জিজ্ঞেস করলেন হুজুর আরেকটি প্রশ্ন আছে। খলিফা বললেন “বলুন।“

বুজুর্গ ব্যক্তিটি বললেন- "আপনি যে পানিটুকু পান করলেন তা যদি আপনার শরীরে আটকে যায় তাহলে তা বের করার জন্য কি পরিমাণ খরচ করবেন।

খলিফা বললেন “এ ধরনের যন্ত্রণা থেকে মুক্ত হতে প্রয়োজনে আমার গোটা রাজত্ব দিয়ে দিব।"

এবার বুজুর্গ ব্যাক্তিটি বললেন- "কি মূল্য তাহলে এই রাজত্বের যা কেবল মাত্র এক পাত্র পানি পান করার জন্য অথবা এক পাত্র পানি শরীর থেকে বের করার জন্য বিসর্জন দিতে হয়। এই পানি আল্লাহ তায়ালার এত বড় নেয়ামত যে এর মোকাবেলায় আপনার এই বিশাল রাজত্ব খুবই সামান্য।"

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now