কোল্লাপাথর সমাধী ক্ষেত্র

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় যে সকল ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় তার মধ্যে কসবা সীমান্ত এলাকা অন্যতম। কসবা বর্তমানে ব্রাহ্মণ বাড়িয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এ উপজেলারই একটি পাহাড়,বন আর ভারতীয় সীমান্ত ঘেরা সবুজ একটি গ্রামের নাম কোল্লাপাথর। IMG_20170101_153359.jpg৭১ সালে বিভিন্ন যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের একটি সমাধীস্থল আছে এই আপাত নির্জন গ্রামটিতে। সাড়িবদ্ধ ভাবে এখানে শুয়ে আছেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দেশপ্রেমিক মানুষ ছুটে যান কোল্লা পাথর সমাধী ক্ষেত্রটিতে শ্রদ্ধা জানাতে। সারাদির ঘুরে বেড়ান সমাধীকে কেন্দ্র করে গড়ে উঠা এলাকায়, পাহাড় জঙ্গলে।IMG_20170101_155412.jpg অদূরেই দেখা যায় ভারতীয় চৌকি, কাটাতারের ও পাড়ের জনপদ। সালদা নদী বিধৌত কসবার কোল্লা পাথরে যাওয়া যায় অতি সহজেই। কুমিল্লা অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবা, কোল্লাপাথর যাওয়া যায় বাস বা ট্রেনে। পর্যটকদের জন্য আছে একটি রেস্ট হাউজ, খাবারের দোকান। আছে একটি বিনোদনের পার্কও।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center