This content was deleted by the author. You can see it from Blockchain History logs.

smartsteem টিউটোরিয়াল, পর্ব ১

This tutorial is my first tutorial about smartsteem and how to use it. The whole tutorial is written in Bengali language.

এই টিউটোরিয়াল থেকে আপনি কি কি শিখবেন ?

  • কিভাবে smartsteem এ একাউন্ট খুলবেন ।

  • কিভাবে Automatic আপনার Vote Sell করবেন ।

  • কিভাবে smartsteem থেকে ভোট সেল করবেন ।

  • এবং কিভাবে smartsteem থেকে STEEM ,SBD উপার্জন করবেন ।

প্রয়োজনীয় উপকরণ ঃ

  • স্মার্ট ফোন বা কম্পিউটার

  • ওয়েব ব্রাউজার

  • ইন্টারনেট সংযোগ

অসুবিধার মাত্রা

  • প্রাথমিক

টিউটোরিয়ালের মূল অংশ

Smartsteem হল একটি এপ্লিকেশ যেখানে আপনি Vote Sell এর মাদ্ধমে Earn করতে পারবেন ।
কিভাবে একাউন্ট তৈরি করবেন তা শিখতে পারবেন ও কিভাবে Voting Power সেট করবেন তা শিখতে পারবেন । তাহলে চলুন দেখি কিভাবে এই টুলটি ব্যবহার করতে হয়।

এই এপ্লিকেশনটি ব্যবহারের জন্য প্রথমেই আপনাকে https://smartsteem.com ভিজিট করতে হবে। সাইটে যাওয়ার পর আপনি নিম্নরূপ দেখতে পাবেন।

Screenshot_54.png

প্রথমেই আপনার Steem একাউন্ট এই টুলটির সাথে যুক্ত করতে হবে ।
আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করবেন। Steem একাউন্ট যুক্ত করার জন্য নিচের স্ক্রিনের মত Login বোতামে চাপুন।
Screenshot_1.png

তারপর আপনাকে https://v2.steemconnect.com এর একটি পেইজে নিয়ে যাওয়া হবে। আপনি নিচের মত স্ক্রিন দেখতে পাবেন। Continue বোতামে চাপলে আপনাকে পরের পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

Screenshot_2.png

এরপর Steemconnect আপনার একটিভ Key বা মাস্টার পাসওয়ার্ড চাইবে। আপনি নিশ্চিন্তে এই সাইটে পাসওয়ার্ড দিতে পারেন। এটি Busy.org টীম পরিচালনা করে।

Screenshot_3.png

সাইটে প্রবেশ করার পর Steemconnect আপনাকে পুনরায় মূল সাইটে পাঠিয়ে দিবে। তখন আপনার নাম নিচের মত প্রদর্শিত হবে।

Screenshot_4.png

এখন smartsteem এর টুলবারের ব্যবহার জানবো ।

Screenshot_7.png

টুলবারের প্রথমেই Services এর টাইটেল যাতে ক্লিক করলে সাইট আপনাকে হোম পেইজে নিয়ে যাবে।
Screenshot_6.png

এরপর আমাদের Sell Votes Now সেকশন যেতে হবে ।

Screenshot_8.png

Sell Votes Now বোতামে চাপলে আপনার সামনে এমন একটি পেজ আসবে ।

Screenshot_9.png

এখন আপনাকে Enabled বোতামে চাপ দিয়ে তা অন করতে হবে ।
এবং আপনার ইচ্ছা মতো Voting Power Treshold ,Payout your Profit automatically,Your Profit Percentage,Vote User Selection অংশ সেট করে Save বোতামে ্চাপ দিয়ে সেভ করতে হবে ।

Screenshot_11.png

এখন Authorize smartsteem বোতামে চাপ দিতে হবে । Authorize smartsteem চাপ দিলে আপনার অনুমতি গ্রহন হয়ে যাবে এর ফলে smartsteem টুলটি্ Automatic আপনার একাউন্ট থেকে ভোট বিক্রি করতে পারবে ।

Screenshot_12.png

এবার আবার আপনাকে https://v2.steemconnect.com এর একটি পেইজে নিয়ে যাওয়া হবে। আপনি নিচের মত স্ক্রিন দেখতে পাবেন। Continue বোতামে চাপলে আপনাকে পরের পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

Screenshot_13.png

এরপর Steemconnect আবার আপনার একটিভ কি বা মাস্টার পাসওয়ার্ড চাইবে।

সঠিক ভাবে তা দিয়ে SIGN IN বোতামে চাপ দিলে এবার আপনার সকল কাজ শেষ ।

Screenshot_14.png

এরপর পু্নরায় https://smartsteem.com এ প্রবেশ করে নিচের মত বোতামে চাপ দিয়ে আপনি
আপনার Profile,Balance,Settings,Rererrel অংশে নেভিগেট বা চলাচল করতে পারবেন ।
Screenshot_16.png

এবং LOG OUT বোতামে চাপ দিয়ে আপনি আপনার একাউন্ট থেকে বের হতে পারবেন ।

টিউটোরিয়ালটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। কিছু না বুঝে থাকলে দয়া করে কমেন্ট করুন।



Posted on Utopian.io - Rewarding Open Source Contributors

Logo
Center