মেঘা আইপিএল ২০২৩!!

আজ পর্দা উন্মোচিত হয়েছে বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফ্রেঞ্চচাইজি- ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের। এই টুর্নামেন্টেটি অন্য সকল টুর্নামেন্ট থেকে আলাদা। কেননা আইপিএলে কোন কিছুরই কমতি রাখা হয়না। বিশ্বের সবচাইতে নামি দামি প্লেয়াররা বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাতে হাজির হয় এখানে। ফলে চার-ছক্কার ফুলঝুরিতে কোটি কোটি ক্রিকেটভক্তরা আনন্দ উল্লাসে মেতে উঠে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অনেকটা উৎসবমুখর পরিস্থিতি তৈরি করে পুরো ভারত জুড়ে। সবাই ব্যস্ত নিজ নিজ দলকে সাপোর্ট করতে। অনেকেই আবার দলের পতাকা হাতে মাঠে হাজির হয় দলকে উৎসাহ দিতে। ভারতের বাইরেও পুরো বিশ্বজুড়ে রয়েছে আইপিএলের সমর্থক। এই যেমন বাংলাদেশ, শ্রীলংকা, নেপালেও রয়েছে এর বহু সমর্থক। আইপিএলের সময়টাতে তাদের মাঝেও উত্তেজনা লক্ষ্য করা যায়!


FB_IMG_1680275058489.jpg
IPL

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২৩ আইপিএলের মূল পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটাইনস। এবারের আইপিএলের সর্বমোট দলের সংখ্যা দশটি। দলগুলো হলো -


কলকাতা নাইট রাইডার্স
চেন্নাই সুপার কিংস
সানরাইজেস হায়দ্রাবাদ
মুম্বাই ইন্ডিয়ান্স
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
গুজরাট টাইটানস
পাঞ্জাব কিংস
রাজস্থান রয়েলস
লাখনো সুপার জায়ান্টস
দিল্লি ক্যাপিটেলস

শক্তিমত্তা বিবেচনায় কোন দলই কোন দিক দিয়ে কম নয়! সবগুলো দলেরই সক্ষমতা আছে শিরোপা জয় করে নেওয়ার। ইতিমধ্যে বিগত আইপিএল গুলোতে তার প্রমাণ মিলেছে। তবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরই একমাত্র দল যারা কিনা প্রতিবারই শক্তিশালী দল করেও কখনো শিরোপা অর্জন করতে সক্ষম হয়নি।

বেঙ্গালুরু যে প্রতি সিজনেই বাজে পারফরমেন্স করে এরকমটি নয়। পুরো সিজন জুরে ভালো পারফরম্যান্স করেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে হেরে বসে তারা। ২০১৬ সালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও হারতে হয়েছিলো তাদের। তবে আশা করি এই সিজনে ঘুরে দাঁড়াবে দলটি। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার শিরোপার প্রাপ্য দাবিদার!

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments
Ecency