Medicinal properties of basil leaves

Medicinal properties of basil leaves

20210512_174046.jpg

Assalamu Alaikum,
How is everyone? Hope everybody is doing very well and healthy. I'm much better. Today I will share with you about some of the medicinal properties of basil leaves.

20210512_174101.jpg

Eating basil leaf juice cures fever quickly. Boil the basil leaves in hot water and gargle with it to kill mouth and throat germs, remove mucus and eliminate bad breath. But the basil leaves did not become familiar to anyone. But since ancient times, sages have been discussing the medicinal properties of Tulsi. Let's find out the medicinal properties of basil leaves.

20210512_174200.jpg

Respiratory problems-
When it gets cold, basil leaves work like magic. Basil leaves are used for all kinds of throat problems.

Heart disease-
Basil leaves contain vitamin C and antioxidants. These ingredients keep the hat free from various problems and help. Basil leaves enhance hand performance and maintain good health.

20210512_174156.jpg

Healing ability -
Basil is a plant rich in medicinal properties. Basil is said to be a nerve tonic and is quite beneficial for enhancing its memory. It eliminates the problem of colds from the airways. Basil leaves are extremely beneficial for the health of the stomach and kidneys.

Blood pressure control-
Basil leaves help control blood pressure. If the pressure on the heart is less. Cholesterol is controlled by playing basil leaves regularly.

20210512_174054.jpg

Diabetes control-
If one basil leaf is eaten in the morning every day, then diabetes is under control. Because playing basil leaves lowers the level of sugar in the body.

Bad breath
Basil leaves help reduce bad breath. Basil has its own odor that removes bad breath.

Reduces stress-
Basil leaves help reduce stress and increase the amount of hormones in the body. In fact, basil leaves contain a lot of anti-stress agents. Which increases blood circulation.

20210512_174151.jpg

Eye problems-
Basil leaves reduce eye problems a lot. Basil leaves help reduce eye diseases caused by vitamin D deficiency.

Headache-
Basil leaves are very useful to reduce headaches and body aches. Its special ingredients help prevent muscle cramps
By

So friends so far today. I wish you all good health. Thank you all very much.
God Hafez .

#bangla

তুলসী পাতার ঔষধি গুনাগুন

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন । আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুলসী পাতার কিছু ঔষধি গুনাগুন সম্পর্কে।

তুলসী পাতার রস খেলে দ্রুত জ্বর ভালো হয়। তুলসী পাতা গরম পানিতে সিদ্ধ করে সে পানিতে গরগরা করলে মুখ ও গলার রোগ জীবাণু মরে যায়,শেলষমা দূর হয় ও মুখের গন্ধ দূর হয়। কিন্তু তুলসী পাতা চেনা হয়ে ওঠে না কারোর। অথচ প্রাচীনকাল থেকে তুলসীর ভেষজ গুণ নিয়ে আলোচনা করে এসেছেন মুনি ঋষিরা। চলুন বন্ধুরা জেনে নেয়া যাক তুলসী পাতার ঔষধি গুনাগুন।

শ্বাস প্রশ্বাসের সমস্যা-
ঠান্ডা লাগলে তুলসী পাতা ম্যাজিকের মতো কাজ করে ‌। গলা সব রকম সমস্যায় তুলসী পাতা ব্যবহৃত হয়।

হার্টের অসুখ-
তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো হাটকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখে এবং সহায়তা করে। তুলসী পাতা হাতের কর্মক্ষমতা বাড়ায় ও এর স্বাস্থ্য ভালো রাখে।

রোগ নিরাময় ক্ষমতা -
তুলসী গাছ ঔষধি গুণাবলী সমৃদ্ধ গাছ। তুলসীকে নার্ভের টনিক বলা হয় এবং এর স্মরণশক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী। এটি শ্বাসনালী থেকে সর্দির সমস্যা দূর করে। তুলসী পাতা পাকস্তলীর ও কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

রক্তচাপ নিয়ন্ত্রণে-
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তুলসী পাতা। হলে হূদযন্ত্রের উপর চাপ কম পড়ে। কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকে তুলসী পাতা নিয়মিত খেলে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে-
প্রতিদিন যদি সকালবেলা একটি করে তুলসী পাতা খাওয়া যায় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কারণ তুলসী পাতা খেলে শরীরে শর্করার মাত্রা কমতে থাকে।

মুখের গন্ধ-
মুখের গন্ধ কমাতে তুলসী পাতা সাহায্য করে। তুলসীর নিজস্ব একটা গন্ধ আছে যা মুখের গন্ধ দূর করে।

স্ট্রেস কমায়-
তুলসী পাতা শরীরে স্ট্রেস কমে হরমোনের পরিমাণ বাড়াতে সাহায্য করে থাকে। আসলে তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি স্ট্রেস এজেন্ট রয়েছে। যা রক্ত চলাচল বাড়িয়ে দেয়।

চোখের সমস্যা-
তুলসী পাতায় চোখের সমস্যা অনেকটা কমে ‌। ভিটামিন ডি এর ঘাটতির কারণে যে চোখের রোগ হয় তা কমাতে সাহায্য করে তুলসী পাতা।

মাথা ব্যাথা-
মাথা ব্যাথা ও শরীর ব্যথা কমাতে তুলসী পাতা খুবই উপকারী। এর বিশেষ উপাদান মাংসপেশির খিচুনি রোধ করে সহায়তা
করে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকেন ,সুস্থ থাকেন এই কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
খোদা হাফেজ ‌।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments
Ecency