Tumi amar

নাইবা এলে বসন্ত হয়ে
শ্রাবণ হয়েই এস না,
হোক না একটা মেঘলা দিন
নাইবা হলো জোসনা।
ভালোবাসার প্রেয়সী না হোক
ভালোবেসে সখি ডেকো।
প্রেমপত্র না দিলেও
হৃদয় কোণে অল্প রেখো।
না হয় এন একটা দিন
অশ্রু ভেজা,বৃষ্টি ঝরা।
চাইনা আমার চির বসন্তের
লাল রঙা ওই কৃষ্ণচূড়া।
নাইবা লিখলে প্রেমিক হয়ে
আমার জন্য কবিতা
শুধু একান্ত নিজের করে তুলে রেখো
অগোছালো কিছু কথা।
নাইবা ছুলে মাতাল করে
হয়ে ফাগুন হাওয়া,
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিও
সদ্য ফোটা ফুলের ডগা।
নাইবা এলে ভ্রমর হয়ে
গুনগুনিয়ে গানে গানে,
বৃষ্টি হয়ে এস তুমি
নব পল্লবিত, নব প্রাণে।।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now