‌Medicinal properties of bask leaves

Medicinal properties of bask leaves

20210510_142811.jpg

Assalamu Alaikum,

How is everyone? I hope everyone is much better and healthier. I am much better. Today I will share with you about the medicinal properties of bask leaves.

These bask trees, however, grow on the side of the road, in the bushes. In fact, many of us know a lot about bask trees and many do not. But we ignore these. We have these trees in front of our eyes but we do not care about these trees. If we have a cold or cough, we go to the doctor first, but we don't care about the fact that we have a medicinal plant next to us

So let's find out, friends, about the medicinal properties of bask leaves.

1-Basak leaf juice mixed with one to two teaspoons of honey to get the benefit of the child's cold cough.

2-The juice of this leaf is applied on the scalp half an hour before bathing and the lice die. In addition, in the early stages of hives and burns, applying bask leaves on the beet reduces swelling and pain.

3-If there is cough in the chest and for this there is shortness of breath or cough, the juice of basak leaves is taken with 1 to 2 teaspoons of honey.

4- If there is burning pain in urination, 2 to 3 teaspoons of basak flower beet and candy mixed with sherbet are beneficial in this disease.

5- In case of fever, wash and crush 5 to 10 grams of basak root and boil it in 100 ml of water. If there is no 25 ml, strain it. At night both fever and cough will go away.

৬-Bask leaf flower juice 1 to 2 teaspoons of honey or sugar can be taken with jaundice.

Apply 10 to 12 basak leaves and a piece of turmeric together and apply it on the ringworm and itch oil and it will heal in a few days.

6- Those who have the smell of sweat on their body, if they apply the juice of bask leaves on their body, the bad smell will be removed.

9- If there is bleeding with pyrexia or gums, boil 20 cups of bask leaves in two cups of water and leave it alone.

Regular consumption of 10-basak leaf juice will cure convulsions.

11- After soaking three or four bask leaves in a jug of water for three or four hours, the water becomes pure. Then you can use.

Bask leaves are also used as green food.

So friends so far today. You must read the article and try it at home later and you will definitely get results. I wish you all good health. Thank you all very much.

God bless you.

#Bangla

‌‌ বাসক পাতার ঔষধি গুনাগুন সমূহ

আসসালামু আলাইকুম ,

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন ।আমি ওঅনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসক পাতার ঔষধি গুনাগুন সম্পর্কে।

এই বাসক গাছ কিন্তু পথের ধারে ,ঝোপে ঝাড়ে হয়ে থাকে। আসলেই বাসক গাছ সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি আবার অনেকে জানিনা। এগুলোকে কিন্তু আমরা অবহেলা করি। আমাদের চোখের সামনে এই গাছগুলো থাকে কিন্তু আমরা এই গাছের গুরুত্ব দিই না। আমরা সর্দি কাশি হলে আগে ডাক্তারের কাছে যাই কিন্তু পাশে আমাদের ওষুধ গাছ আছে সেটার গুরুত্ব আমরা কেউ দেইনা।

তো চলুন বন্ধুরা জেনে আসি বাসক পাতার ঔষধি গুনাগুন সম্পর্কে।

১-বাসক পাতার রস করে এক থেকে দুই চা-চামচ মধু মিশিয়ে খেলে শিশুর সর্দি কাশির উপকার পাওয়া যায়।

২-এই পাতার রস গোসলের আধাঘন্টা আগে মাথায় মাখলে উকুন মরে যায়। এছাড়া আমবাত ও পোড়ার প্রাথমিক অবস্থায় বাসক পাতা বেটে প্রলেপ দিলে ফোলা ও ব্যথা কমে যায়।

৩-বুকে কফ এবং এর জন্য শ্বাসকষ্ট বা কাশি হলে বাসক পাতার রস 1 থেকে 2 চা চামচ মধুসহ খেলে কফ বেরিয়ে আসে।

৪-প্রসাবে জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে 2 থেকে 3 চা চামচ এবং মিছরি মিলিয়ে শরবত করে খেলে এই রোগে উপকার পাওয়া যায়।

৫-জ্বর হলে বাসকের মূল 5 থেকে 10 গ্রাম ধুয়ে থেঁতো করে 100 মিলি লিটার পানিতে ফুটিয়ে পঁচিশ মিলিলিটার থাকতে না মেয়ে তা ছেঁকে নিন এরপর দিনে দুইবার করে খাবেন। রাতে জ্বর এবং কাশি দুটোই চলে যাবে।

৬-বাসক পাতা ফুলের রস 1 থেকে 2 চা চামচ মধু বা চিনি সহ খেলে জন্ডিস রোগের উপকার পাওয়া যায়।

৭-বাসকের কচিপাতা 10 থেকে 12 টি ও এক টুকরো হলুদ একসঙ্গে বেটে দাদ ও চুলকানি তেল লাগালে কয়েক দিনের মধ্যে তা সেরে যায়।

৮-যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে লাগালে দুর্গন্ধ দূর হবে।

৯-পাইরিয়া বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে ২০টি বাসক পাতা থেকে দুই কাপ পানিতে সিদ্ধ করে একা থাকতে নামিয়ে উষ্ণ অবস্থায় কুলকুচি করলে এই রোগে উপকার পাওয়া যায়।

১০-বাসক পাতার রস নিয়মিত খেলে খিঁচুনি রোগ দূর হয়ে যাবে।

১১-এক কলসি পানিতে তিন-চারটি বাসক পাতা খেলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই পানি বিশুদ্ধ হয়ে যায়। এরপর ব্যবহার করতে পারেন।

এছাড়া বাসক পাতা সবুজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। লেখাটি আপনারা অবশ্যই পড়বেন এবং পরে বাড়িতে চেষ্টা করবেন অবশ্যই ফল পাবেন। সবাই ভাল থাকেন , সুস্থ থাকেন এই কামনা করি। সবাইকে অনেক ধন্যবাদ।

খোদা হাফেজ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments
Ecency