This content was deleted by the author. You can see it from Blockchain History logs.

নীতিকথা


নীতিকথা  বলার মত সমাজে অভাব নাই 

image source

আমাদের সমাজে সবাই নীতি কথা বলতে জানে আর কিছু জানুক বা না জানুক সবাই একই রকমের । আবার নীতি কথা গুলো ডান কান দিয়া শোনে বাম কান দিয়া বের করে দেই । নীতি কথা শুনতে শুনতে মানুষে অভ্যাস হইয়া গেছে ।  সমাজে যারা নীতি কথা বলে ওরা সমাজে অনৈতিক কাজ কর্ম করে। সবাই সবারকে উপদেশ দেই ।কিন্তু এই উপদেশ শুধু শোনে ।উপদেশ অনুযায়ী কোন কাজ করে না। এটা মানুষের খুব খারাপ অভ্যাস । আর আমাদের সমাজে সবাই নেতা । যদি কেউ একবার মাইকে মুখ লাগাতে পারে তাহলে সে আর মাইক সাড়তে চাই না। সবাই নিতি কথার মানুষ । আবার সবাই ক্ষমতা ধর বাক্তি । নিজের স্বার্থ হাছিলের জন্য অনেকে অনেক কথা বলে। কিন্তু তার কাজ শেষ হইয়া গেলে সে আর সমাজের মানুষকে কোন কাজে আসে না। 

image source

অনেকে সমাজের বুকে প্রভাব দেখানোর জন্য এবং সমাজে সুনাম অর্জন করার জন্য অনেক কিছু বলে থাকে । সমাজের উন্নতির জন্য অনেক কথা বলে থাকে কিন্তু সেটা শুধু নিতি কথার ভিতরে পড়ে । এই কথা দ্বারা সমাজে কোন কাজে আসে না। ওরা শুধু নিজের স্বার্থের জন্য সমাজে কথা বলে। আজ এই করেছি কাল এই কাজ করবো । মানুষকে এই দিয়াছি। মানুষের জন্য এত কষ্ট করবো । সমাজ অনেক উন্নতি করবো  এবং ইত্যাদি কথা বলে । এই গুলো শুধু মুখেই বলে। আর যে কাজ টুকু করে এইগুলো মানুষ দেখানো । তাছারা কিছুই নই । আমাদের গ্রামে অনেক নেতা এবং অনেক নিতি কথা বলার লোক আছে। সমাজে কোন অনুষ্ঠান হলে মাইকে কথা বলার মত লোকের অভাব হয় না। সবাই এই এর থেকে দূরে থাকুন । কোন কিছু করতে হলে নিতি কথা প্রয়োজন হয় না। তবে দরকার আছে । কিন্তু সুনাম করার জন্য এর থেকে দূরে থাকুন। কিন্তু সমাজে যারা এই ভাল উপদেশ দেই তাদের মূল্য নষ্ট হইয়া গেছে সমাজের কিছু ফাউ মানুষের জন্য। 

সবাইকে অনেক ধন্যবাদ 

Logo
Center