আবু বকর (রা:)

 আবু বকর (রা:) সমাজের প্রভাবশালী ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি সহজ-সরল জীবনযাপন করতেন। তিনি বিভিন্ন মানুষের বকরির দুধ দোহন করে দিতেন। যখন তাঁর উপর খেলাফতের মহান দায়িত্ব অর্পিত হয়--খলিফা হন-- তখন এক নারী চিন্তায় পড়ে যান--কে তার বকরির দুধ দোহন করে দেবে? আবু বকর (রা:) তার এই চিন্তার কথা শুনতে পেরে ওই নারীকে জানান, "... শপথ করছি! আমি এখনো তোমাদের বকরিগুলোর দুধ দোহন করব। আমার একান্ত আশা, খিলাফাতের দায়িত্ব আল্লাহর বান্দাদের সেবা থেকে আমাকে বিরত রাখতে পারবে না।" এরপর তিনি তাদের বকরিগুলোর দুধ দোহন করতেন। (ইবনু সা'দ, তবাক্বাত ৩/১৮৬, ইবনুল আসির, আল-কামিল ১/৩৯৭, উসদুল গাবাহ ২/১৪৮, তাবারি, তারিখুর রুসূল ওয়াল মুলূক ২/২২১) 

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now