"সাদা - কালো"

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81D8TSaixys7AKwQUeFHBvWnfAFdEY8AFTfZeom5jPT1bxNNz9cnr5DcbvDp19WGwNwBcMN7wcsFa8dgCpQopH4KwPY4gn.jpeg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের সাথে ভালোবাসার কথা বলবো,কারণ ভালোবাসার জন্য শুধুমাত্র একটি দিন ( ভ্যালেন্টাইন ডে) নির্ধারিত এটা মানতে আমি সম্পূর্ণ নারাজ। আমার বিশ্বাস আপনাদের মধ্যেও অনেকে আছেন যাঁরা আমার সাথে একমত। আসলে ভালোবাসা চিরকাল ভালোবাসাই থাকবে, তার জন্য আলাদা কোনো দিন, আলাদা কোনো মাস এইসব কিছুই থাকে না।

আজ আমি কথা বলবো পুরোনো দিনের ভালোবাসা নিয়ে। যখন না ছিলো সোশ্যাল মিডিয়া, না ছিলো মোবাইল, না ছিলো এতো celebration তবু ভালোবাসাটা কিন্তু তখনও ছিলো।বলা যেতে পারে তখনকার ভালোবাসা গুলো ছিল অন্যরকম। যেখানে মুখের কথায় নয়, চোখের ভাষায় ছিলো ভালোবাসার প্রকাশ। আজ কাল কার যুগে মানুষের ব্যস্ততম জীবনে সময়ের বড্ড অভাব, তাই "অপেক্ষা"নামক শব্দটা একেবারে বিলীন হয়ে যাচ্ছে, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে।

কাউকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করার ধৈর্য্য এখনকার ছেলেমেয়েদের মধ্যে নেই বললেই চলে। কেউ ছেড়ে চলে গেলে জীবনে আর কোনোদিন অন্য কাউকে ভালো না বাসা মানুষ গুলো আজ হাসির পাত্র/পাত্রী হয়ে ওঠে। আসলে এখন প্রচুর option আছে মানুষের কাছে, তাই কোনো একজনকে ভালোবেসে যাওয়া মানুষ গুলো "বোকা" তকমাটা না চাইতেই পেয়ে যায়।

আমিও বোধহয় এই বোকাদের দলে, একজনকে ভালোবেসে সারাজীবন তার জন্য উৎসর্গ করলাম। ভালোবেসে অনেক কিছু ছেড়ে দিলাম, অনেক না পাওয়া মেনে নিলাম। তবে যাকে ভালোবেসেছি তার সাথে আছি এটাই সবথেকে বড় পাওনা। অনেকে তো এটাও পায় না। হ্যাঁ, আমাকে অনেকেই সেকেলে বলে,সাদাকালো জীবন বলে অনেকে মজা করে। তবুও দিন শেষে আমি খুশী,ভালোলাগে যখন দেখি ঝগড়া করে হোক, বা ভালোবেসে আমাদের সম্পর্ক একটা একটা বছর অতিক্রম করে চলেছে, আর একই সাথে যখন চারিদিকে দেখি সম্পর্ক গুলো ভেঙে যাচ্ছে, খারাপ লাগে, কিন্তু পরিস্থিতি ও সম্পর্কে একটা বড় ভূমিকা পালন করে, হয়তো এই পরিস্থিতির কারনেই ভালোবাসা থাকা সত্ত্বেও অনেক সম্পর্ক ভেঙে যায়। দূর থেকে আমরা কেউ সেই সম্পর্ক ভাঙ্গার আওয়াজ কিন্তু পাই না।
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81CdC4dNkesp1Eo9NY6QVUB31zbr1GUTuC3pZEX93MpxRCWeGNAsrmZewrkfPQjCWQmnbpMdEhFirpH9v8Ansep7SG52AA.jpeg

আসলে ভালোবাসা ভালোবাসাই হয়,সেটা যে কোনো বয়সে, যে কোনো মুহূর্তে, যে কোনো ধর্মে-বর্ণে হতে পারে। এর আলাদা করে কোনো সংজ্ঞা হয় না।

দেখতে দেখতে আমাদের সম্পর্ক ১৩ বছর হয়ে গেলো, বিয়ের আগে আর বিয়ের পড়ে পরিস্থিতি পাল্টেছে, তবে ভালোবাসা বোধহয় একই আছে, শুধু ব্যস্ততার কারণে ঢাকা পরে যায় কখোনো কখোনো।তাই বছরের কিছু নির্ধারিত দিন এসে আমাদের মনে করায় ভালোবাসার দিনগুলো এসে গেছে।

(বিয়ের আগে একবার যখন শুভদের বাড়ি এসেছিলাম সেদিনের ছবি, শুভর ফোনে তোলা আমার প্রথম ফটো)-
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ykgWnvCUKs2vvBiar5BjzknfctodYrzVkbVnGmvs6iVGnAqCME6KsPtccTPfT5wJCZo8DhvJsdf3uHn7EQ5QypTq5pp6J.jpeg

সাদা কালো হোক বা রঙিন অর্থাৎ ভালোবাসা সেকেলে হোক বা এই সময়কার,তবু বলবো ভালো আছি, ভালবেসে ভালবাসায় আছি। আপনারও ভালো থাকুন এই কামনা রইল।

দয়াকরে এই পরিস্থিতিতে খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না। ঘরে থাকুন,প্রিয়জনের সাথে থাকুন,সাবধানে থাকুন।শুভরাত্রি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency