"শহুরে জীবনে বাইরে,সবুজের মাঝে,নির্জনতায় যেন প্রকৃত শান্তি লুকিয়ে আছে"

IMG_20210523_104754.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনাদের আজকের দিনটা ভালোই কেটেছে। যদিও জানি এই প্রচন্ড গরমে সবারই কষ্ট হচ্ছে, তবুও এটা তো সত্যিই প্রকৃতির উপর আমাদের কারোর হাত নেই।

কাল সন্ধ্যার ছিটেফোঁটা বৃষ্টির পর যদিও বা রাতে অল্প বৃষ্টি হলো,কিন্তু তাতে আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটেনি। আজ সকাল থেকে আবার সেই প্রচন্ড রৌদ্রের তাপ শুরু হয়েছিল।

বিকালের দিকে একটুও ঘরে থাকতে ইচ্ছে করছিল না। বাপি (শ্বশুরমশাই) প্রতিদিন বিকালে একটু হাঁটতে যান,আজ আমিও রেডী হয়ে বেরোলাম তার সাথে।আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চাষের জমি আছে। বাপীর কাছে গল্প শুনেছিলাম। বাপীকে বলতেই নিয়ে গেল সেখানে।

কি অপূর্ব নির্জনতা সেখানে। দূর দূরান্তে বাড়ি নেই, জন কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, শুধু কিছু মানুষ তাদের নিজেদের জমিতে কাজ করে চলেছে। এই প্রখর রোদেও তাদের কোনো বিশ্রাম নেই। ওখানে গিয়ে আমার বাপের বাড়ির কথা,ছোটবেলার কথা মনে পড়ে গেল।আমাদের ওখানে প্রচুর এমন চাষের জমি,আমরা প্রায় রোজ বিকেলেই ঘুরতে যেতাম।

(পটল/ঝিঙে/উচ্ছে এঁদের মধ্যে কোনো একটা সব্জি লাগানোর জন্য জমি তৈরী করছে) -
IMG_20210523_104727.jpg

যাইহোক,আমরা সকলে যখন lockdown এর নামে নিজেদের পরিবারের সাথে সময় কাটাচ্ছি তখন ওই মানুষগুলো কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলছে,যাতে নিজেদের পরিবারের পাশাপাশি আমাদের সকলের কাছে খাদ্য দ্রব্য পৌঁছে দিতে পারে। কারণ ওরা চাষ না করলে আমাদের না খেয়েই থাকতে হবে। কিন্তু কি অদ্ভুত ভাবে ওই মানুষগুলো কিন্তু তাদের পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পায় না।

IMG_20210523_104912.jpg

বেশ কিছুক্ষন সময় কাটালাম সেখানে।সবথেকে ভালো লাগলো অনেকদিন বাদে বাড়ির বাইরে সবুজের মাঝে সময় কাটাতে।

ধান ক্ষেত গুলো ফাঁকা হয়ে গেছে, ধান কেটে সবাই ধান ঝাড়তে শুরু করেছে।কিছু জমিতে পাট লাগানো। আর দেখলাম পেঁপে বাগান।পরপর অনেক গুলো জমিতে পেঁপে বাগান। যদিও পেঁপের ধরন এখন কমে এসেছে। তবুও গাছগুলো রয়েছে, আর অল্প অল্প পেঁপে হচ্ছে এখনও।

IMG_20210523_104815.jpg

যাইহোক কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার বিশ্বাস দেখে আপনাদেরও ভালো লাগবে।
IMG_20210523_104840.jpg

আমি সত্যিই জানিনা এই গাছগুলো আর কতোদিন এই ভাবে দাড়িয়ে থাকতে পারবে। "ইয়াস্" এর ধাক্কা সামলাতে পারবে কিনা।আপনাদের সবাইকে বলবো সাবধানে থাকবেন,নিরাপদ থাকবেন। আর অবশ্যই বাইরে বেরোলে মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করবেন।🙏 শুভ রাত্রি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment
Ecency