আমার প্রিয় শহর কলকাতা এখন ইয়াস্ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

IMG-20210524-WA0093.jpg

বন্ধুরা ,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন?
আগামীকাল কলকাতা বাসীর কাছে আবার একটা চ্যালেঞ্জিং দিন। আবার ও ঘূর্ণি ঝড় ধেয়ে আসছে কলকাতা বাসীর দিকে।
ঠিকঠাক অনুধাবন করলে দেখা যাবে অন্যান্য সব রাজ্যের থেকে কলকাতা গতবছর থেকে অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।
গত বছর আমফান এ কত ঘর বাড়ি, চাষের ক্ষেত, গাছ পালার ক্ষয় ক্ষতি হয়েছিল।
সেখান থেকে পুনরুদ্ধার হতে না হতেই করোনার থাবা জোরালো হলো; আবার সেটা চলতে চলতেই ইয়াসের আগমন!
জানিনা কখনো কখনো মনে হয় সত্যি বোধ হয় পৃথিবী ধ্বংস হবার পথে।
পরিবর্তন আধুনিকতা এ কেমন দিন এনে দিলো আমাদের জীবনে!
প্রতিনিয়ত প্রকৃতির এই রুদ্র মূর্তি কোথাও না কোথাও মানব জীবনকে ইঙ্গিত দিচ্ছে, এতদিন এর অত্যাচারের ফল পাবার সময় এসেছে।

IMG-20210524-WA0094.jpg

যে ধ্বংসলীলা মানব সমাজ শুরু করেছিল, সেটা প্রকৃতি হয়তো এইভাবে শেষ করতে চাইছে।
মানব জীবনে বিলাসিতার যোগান বাড়াতে বাড়াতে আজ প্রকৃতি নিঃশেষ হবার পর্যায় পৌঁছে গেছে।
কিজানি কাল কি হবে, তবে এরপর ও মানুষের মধ্যে যদি সচেনতা না বাড়ে তাহলে এরপর হয়তো মানব জীবনের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে।
যে প্রকৃতি খাদ্যের যোগান দিয়ে যাচ্ছে, বস্ত্রের যোগান দিয়ে যাচ্ছে এমনকি বাসস্থানের যোগান দিয়ে যাচ্ছে; তার প্রতি একবিন্দু দায়বদ্ধতা কি মানুষের নেই!!
ভাববার সময় অনেক আগেই এসে গিয়েছিল, কিন্তু মানুষ আসলে থেকেও শিখতে চায় না।
কাজেই এমন পরিণতি তো অবশ্যম্ভাবী ছিল তাই না?
দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়াটা আমরা কোনোদিন ই শিখতে পারলাম না।
অবশেষে বলতে চাই, জেগে উঠার সময় এসেছে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে শুধু নিজে নয়, আশেপাশের ঘুমিয়ে থাকা মানুষগুলোকে জাগিয়ে তুলুন, কারণ খুব শীঘ্রই চিরশায়িত হবার সময় এগিয়ে আসছে।

IMG-20210524-WA0091.jpg

আজ আসলাম , সাবধানে থাকবেন সবাই।
নমস্কার।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency