ছোটবেলার পয়লা বৈশাখ টা একটু অন্যরকম ছিল।

IMG_20210415_002349.jpg

বন্ধুরা,
একজন বাঙালি বন্ধু হিসেবে লেখার শুরুতেই সবাইকে পয়লা বৈশাখের আন্তরিক শুভচ্ছা জানাই।

বাংলার নতুন বছর শুরু হলো, যদিও আনন্দ করবার মতো মানসিকতা আজ সেই ভাবে নেই, কারণ এখনো মহামারী চলছে।
চারিদিক এর অবস্থা এবং পরিস্থিতি মোটেও সুবিধার নয়।

গত বছরের চাইতে শোনা যাচ্ছে এ বছর করোনা আক্রান্তের সংখ্যা বেশি। তাই সব বছরের মত বিগত বছর থেকে আনন্দে ভাটা পড়েছে।
যাইহোক শুধু করোনা কে দাই করাটা মনে হয় ঠিক হবে না।

আমরা নিজেরাই অনেক বদলে গেছি, ইংরিজি নতুন বছর ঘটা করে পালন করলেও বাংলা নতুন বছরের মাহাত্ম হারিয়ে ফেলেছি।

ছোটবেলায় এই দিনটি তে মা পুজো দিতেন, আমরা অন্যদিন দেরি করে হলেও এইদিন টিতে কিন্তু সকাল সকাল স্নান করে নিতাম।

IMG_20210415_002329.jpg

কারণ তবেই তো নতুন জামা গায়ে উঠবে।
নতুন জামাটা কত দামী সেটা নিয়ে কখনোই মাথা ঘামাই নি, বা কোন ব্র্যান্ড এর জামা সেটা নিয়েও মাথা ব্যাথা ছিল না।

শুধু নতুন জমা পড়ে পাড়ায় বেরোনো সব বন্ধুরা একে অপরকে নিজের নতুন জামা দেখানোর মধ্যেই সুবিশাল আনন্দ খুঁজে পেতাম।

বিকেল হলেই নিমন্ত্রিত দোকানে গিয়ে হালখাতা করা, মিষ্টির প্যাকেট কালেক্ট করা আর প্রাণ ভরে campacola ,limca, mirinda এই সব খবর ঝোঁক।

বাড়িতে এইদিন ভালো ভালো পদ রান্না হতো কারণ, বছরের শুরুতে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায় এমন একটি বিশ্বাস বা নিয়ম যাই বলুন চলে আসছে।

এর যথার্থতা একটাই , সেটা হলো বাঙ্গালী হিসেবে ভালো খাবার খাওয়ার ছুতো।

আজ আর তেমনি করে করে না নববর্ষ, সব কেমন বদলে গেছে। কি জানি আর ফিরবে কিনা সেই দিনগুলো!

IMG_20210415_002405.jpg

আবার সবাই মেতে উঠবে বাংলা নববর্ষ কে আহ্বান করার জন্য।
আজ এই পর্যন্ত, আরো একবার শুভ নববর্ষ জানিয়ে বিদায় নিলাম।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency