This content was deleted by the author. You can see it from Blockchain History logs.

আবৃত্তি | কবিতা - বাদল রাতের পাখি | কবি - কাজী নজরুল ইসলাম | কণ্ঠ - এস. এম. আজওয়াদ আহ্‌নাফ (অলিন্দ)


cover.jpg

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সর্বাধিক পরিচিত বিদ্রোহী কবি হিসেবে। কিন্তু এটা কখনো ভাবা ঠিক নয় যে তিনি তাঁর লেখনীতে কেবলই বিদ্রোহের গান গেয়ে গিয়েছেন। তাঁর কলম দিয়ে যেমন আগ্নিঝরা কাব্য বেরিয়েছে, তেমনই বেরিয়েছে আবেশ করে তোলা প্রেম, কখনোবা তিনি এক অবসন্নতায় ভরিয়ে তুলেছেন সবাইকে।

বাদল রাতের পাখি কবিতাটি তেমনই এক বিষাদময় কবিতা। পাবার আকাঙ্ক্ষা, কামনা, না পাওয়ার বেদনা এমনও বহু ভাবাবেগে পরিপূর্ণ এই কবিতাটি। চক্রবাক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এ কবিতা।

আবৃত্তির চেষ্টা করেছিমাত্র। ভালো বা খারাপ যাই মনে হয় শুনে, জানাবেন।

সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।