নীলিমা — একশো শব্দের ছোটোগল্প

image.png

শুষ্ক মরুতে বন্দী চাতক যেভাবে বর্ষার জন্য অপেক্ষা করে তেমনি দিন গুনছিলো নীল আর ইমন। ৩৩ হাজার বছর পর সেদিন যখন আমাবস্যায় ভেসে গেলো সব, ওদের সংসারে এলো জ্যোৎস্নার মতো সফেদ এক রাজকন্যা। আযানের সুরেলা আওয়াজে বাতাস সাক্ষী হলো ওদের একটুকরো আনন্দের।

বাড়ির উঠান পেরিয়ে বুড়ো অশ্বত্থ গাছের গুড়িতে আগে লিখা ছিলো "নীল+ইমন"
নীল লিখলো "নীল+ইমন= নীলিমা"

ওদের মেয়ের নাম নীলিমা।

একশো শব্দের ছোটোগল্প

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now