কিভাবে বিডিএক্সচেঞ্জ বট ইউজ করে সিকিউর ট্রানজেকশন করবেন? [ ভিডিও টিউটোরিয়াল ]

যেহেতু বাংলাদেশে এমন কোন এক্সচেঞ্জ নেই যেখানে আমরা ক্রিপ্টোকারেন্সীকে কনভার্ট করে টাকায় পেমেন্ট নিব, সেহেতু আমাদের ভরসা হচ্ছে পার্সন টু পার্সন।অর্থাৎ অন্য কেউ আপনার থেকে আপনার থেকে ক্রিপ্টো নিয়ে আপনাকে টাকা সেন্ড করবে। তাই যখন ই বাংলাদেশী হাইভ ইউজাররা হাইভ উইথড্র করতে চান, তাদের মনে সর্বপ্রথম যে চিন্তাটি আসে সেটা হল কিভাবে সেফলি ট্রান্সজেকশন করা যেতে পারে, কিভাবে কি করলে আমি কোন রকম স্ক্যাম এর স্বীকার হব না। আজ আমি একটি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে দেখাব কিভাবে আপনারা বিডিএক্সচেঞ্জ বট ইউজ করে সিকিউর ডিল/ট্রাঞ্জেকশন করতে পারবেন।


বিডিএক্সচেঞ্জ বট কি?

বিডিএক্সচেঞ্জ বট একটি ডিস্কর্ড বট/রোবট যা শুধু মাত্র বিডিকমিউনিটি ডিস্কর্ড সার্ভাবে আছে। এই বট টি ডেভেলপ করেছে এই কমিউনিটির ওউনার রিয়াজ ভাই(@reazuliqbal )। এই বট আপনাদের সিকিউরলি ডিল/ট্রান্সজেকশন করতে সাহায্য করবে । এমনিতে অপরিচিত কারও সাথে ট্রান্সজেকশন করতে গেলে প্রতারিত হওয়ার ভয় থাকে। এরকম পরিস্থিতি এড়ানোর উদ্দেশ্যেই এই বট তৈরি করা হয়েছে। এর সাহায্যে আপনি পরিচিত/অপরিচিত যে কারও সাথেই নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন।

কিভাবে এই বট ইউজ করব?

এই বট ইউজ করতে হলে প্রথমে আপনাকে বিডিকমিউনিটি সার্ভারে জয়েন করতে হবে। জয়েন করতে এখানে ক্লিক করুন। তারপর আপনাকে বটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য play-with-bots চ্যানেলে গিয়ে ..help কমান্ড করুন। বট আপনাকে ইনবক্সে বলে দিবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে । রেজস্ট্রেশন করার পর আপনি এখন বট ইউজ করার জন্য প্রস্তুত।

আমি একটি ভিডিও টিউটোরিয়াল এ খুব ভাল ভাবে দেখিয়েছি এবং এক্সপ্লেইন করেছি কিভাবে আপনি বট এর এই ফিচার টি ইউজ করতে পারেন। আশা করি নিচে ভিডিও টি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন -

কিছু সতর্কতা

ডিস্কর্ড এ আপনাকে অনেক মানুষ আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাতে পারে, কখনোই বট ছারা কারো সাথে ডিল করবেন না সে যে ই হোক না ক্যানো। কেউ যদি বট এর মাধ্যমে লেনদেন করতে রাজী না হয় তাহলে সে নিশ্চিত প্রতারক। তাকে এড়িয়ে চলুন এবং অন্যদের জানান রার সম্পর্কে। তাছাড়াও বট ছারা ডিল করলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে হাইভওয়াচার্স/স্টিমক্লিনার্স এ ব্ল্যাকলিস্টেড হতে হয় যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখকর নওয়

কিছু প্রশ্নের উত্তর

=> এই বটের মাধ্যমে কোন কোন কারেন্সি লেনদেন করা যায়?

  • স্টিম, এসবিডি, হাইভ, এইছবিডি

=> এছাড়া অন্য কারেন্সি লেনদেন করা যায়?

  • না অন্য কারেন্সি করা যায় না

=> বটে কোন সমস্যা হলে কি করব?

  • বটের ওউনার রিয়াজ ভাইকে মেসেজ করে জানালেই তিনি হেল্প করবেন

যদি কোথাও বুঝতে কোন সমস্যা হয় অথবা কোন প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেয়ার চেষ্টা করব।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
6 Comments
Ecency