নিজের বাড়ির কিছু ছবি

IMG-20210616-WA0004.jpg

IMG-20210616-WA0005.jpg

বারাসাত শহরে 10 বছরের মত বসবাস করার পর বর্ধমান জেলার পালসিট গ্রামে জায়গা কিনে বসবাস করা শুরু করি।

IMG-20210616-WA0007.jpg

প্রায় 1.5 বছর বসবাস করছি পালসিট গ্রামে। কিন্তু এত দিন ধরেও বাড়ির কাজ শেষ করতে পারে নি । তারপর নতুন করে একটা সংসার শুরু করতে গেলে কাজের অন্ত থাকে না। বাবা মা আমি বোন সেই এতদিন কাজ করে বাড়িটা ভালোভাবে গোছানোর শেষ পর্যায়ে।

IMG-20210616-WA0006.jpg

45 টা কলা গাছ দিয়ে বাড়ির চারপাশে রোপন করা হয়েছে। বিভিন্ন প্রকার সবজি লাগানো হয়েছে কিন্তু এখন বড়ো হয়ে পারে নি। চারপাশে ঘেরা দেওয়া হয়েছে। কল পাড় পাকা করা হয়েছে। মোটামুটি বাড়ির কাজ অনেকটা কমিয়ে ফেলেছি। একদম ধরে এতদিন যে কাজ করছি সেই কাজের অবসান ঘটবে।

IMG-20210616-WA0003.jpg
তবুও বারাসাত থেকে কিছু টা গ্রামে ভালো আছি এই কারণে নিজের বাড়িতে না খেয়ে শুয়ে থাকলে মনের প্রশান্তি মেলে। কিন্তু বারাসাত ভাড়া বাড়িতে ভাড়া দেওয়ার একটা মাথা ব্যাথা থাকতো সবসময়।সেই টা কমে গেছে। সবাই আশীর্বাদ করবেন যেনো মানসিক প্রশান্তি নিয়ে থাকতে পারে। কারণ জীবনে ভালোভাবে থাকতে গেলে মানসিক শান্তি সবার আগে দরকার।

IMG-20210616-WA0002.jpg

ধন্যবাদ সবাইকে ।এভাবে পাশে থাকবেন সবাই এই গরীব ছেলের পাশে।

Phone camera : Redmi note 10 pro max
Capture by @simaroy

Regards @simaroy

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency