মৌমাছির উন্নত জীবন ব্যবস্থাপনা

হ্যালো,

আশা করি আপনারা সবাই ভালো আছেন। মৌমাছির ছবিটার দিকে তাকাতেই মানুষের জীবন ব্যবস্থাপনা এবং মৌমাছির জীবন ব্যবস্থাপনার - যে বিষয়গুলো চিন্তার মতো কাজ করেছে, সেসব সুন্দরভাবে প্রকাশ করার জন্যে মৌমাছিদের জীবন ব্যবস্থাগুলো একটু ঘুরে দেখলাম। আর নিঃস্বন্দেহে বলতে হচ্ছে, আমাদের মানুষসহ সকল জীব জগতের জীবন ব্যবস্থাপনার চেয়ে বেশি সুষ্ঠভাবে পরিচালনা করা হয় মৌমাছির জীবন ব্যবস্থাপনা পদ্ধতি। আর আজ মানুষের জীবন ব্যবস্থাপনা ও মৌমাছির জীবন ব্যবস্থাপনার সম্পর্কে একটু জানাতে চাই।


SOURCE

আমাদের জীব জগতের সকল প্রাণীদের ভেতর মৌমাছিদের জীবন পরিচালনা পদ্ধতি সবচেয়ে উন্নত বলে বিবেচনা করা হয়। সেইসাথে আরও দেখা যায়, মানুষের জীবন ব্যবস্থার মতো মৌমাছিদেরও রয়েছে পরিবারতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, আচার ব্যবহারের বিভিন্ন বিধিবিধান, গোত্র অনুযায়ী ভিন্ন ভিন্ন বাচনভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যপূর্ণ পূণাঙ্গ একটি জীবন ব্যবস্থা পদ্ধতি।

কিন্তু কথা হোলো, মানুষের জীবন ব্যবস্থাপনার থেকে মৌমাছিদের জীবন ব্যবস্থা বেশি উন্নত কেনো এবং কিভাবে? আর এই বিষয়টা সুন্দরভাবে বোঝার জন্য আমাদের মৌমাছির জীবন ব্যবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত একটু জানা দরকার।

মৌমাছিদের জবিন ব্যবস্থাপনা পরিচালিত হয় রাজতন্ত্রের মাধ্যমে। আর এই রাজতন্ত্রের নিয়মের মাধ্যমেই পরিচালিত করা হয়- পরিবারতন্ত্র, সমাজতন্ত্র, গোত্র ভেদাভেদ ও আচার – ব্যবহারের সকল নিয়ম কানুন। আর সকল কিছু অত্যেন্ত সুষ্ঠভাবে পরিচালিত হতে দেখা যায় সকল মৌমাছিদের জীবনদশায়। এই রাজতন্ত্র পরিচালনা করা হয় মৌচাকের একমাত্র রানী মৌমাছিকে কেন্দ্র করেই। কারণ হোলো একমাত্র উর্বর রানী মৌমাছি গোত্র নিয়ন্ত্রণের মাধ্যমে বংশবৃদ্ধি করার ক্ষমতা রাখে এবং গোত্র নির্ধারনের সুষ্ঠ অনুপাত বজায় রাখার কাজটা কর্মী মৌমাছিরা করে দেয়।

মৌমাছিদের গোত্র বলতে বুঝায় – যারা রানী মৌমাছি হবে তারা একটি গোত্র, পরুষ বা ড্রোন মৌমাছি দ্বিতীয় গোত্র এবং কর্মী মৌমাছিরা সর্বশেষ গোত্র। আর এই গোত্রগুলোর কাজগুলো আবার আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে সবার জন্যে। রানী মৌমাছির কাজ শুধুমাত্র উত্তরাধিকারী জন্ম দেয়া, সেই সাথে ড্রোন মৌমাছির কাজ রানী মৌমাছির সাথে বংশবিস্তারে সর্বক্ষণিক সাহায্য করে যাওয়া। তবে আর বাকী সকল কাজগুলো সুন্দভাবে কর্মী মৌমাছিদের উপর ভাগ করে দেয়া থাকে। সেই সাথে বিপদ জনক সকল পরিবেশ ও পরিস্থিতিতে কর্মী মৌমাছিদের জীবন দিয়ে হলেও রানী মৌমাছির জীবন বাঁচানোর দায়িত্বও পালন করতে হয়। আর এভাবেই জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত সুষ্ঠ ও সুশৃঙখল পরিচালনার মাধ্যমে জীবন চলে মৌমাছিদের।

এখন বিষয় হোলো, সৃষ্টিকর্তা মৌমাছিদের জন্য যেমন একটি জীবন পরিচালনা পদ্ধতি দিয়েছেন ঠিক তেমনি মানুষদের জন্যেও সৃষ্টিকর্তা একটি পরিচালনা পদ্ধতি দিয়েছেন। মৌমাছিরা রাজতন্ত্রের মাধ্যমে তাদের জীবন ব্যবস্থাপনা সুষ্ঠ ও সুশৃংখলভাবে মেনে সকল কাজ করার মাধ্যমে সুস্বাধু মধু সংগ্রহ করে যাচ্ছে। অপর দিকে আমরা মানুষ হয়ে সৃষ্টিকর্তার দেয়া জীবন ব্যবস্থাপনা কখনোই সুষ্ঠভাবে মেনে চলি না, বরং আমরা নিজেদের তৈরি করা বিশৃঙ্খল জীবন ব্যবস্থাপনাকে আদর্শ বানিয়ে অনুসরণ করে ভবিষ্যতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্ঠা করছি।

আর এখন মৌমাছি ওমানুষের জীবন ব্যবস্থাপনার কথা ভেবে আপনাদের কাছ থেকে জানতে মন চাইছে, আমাদের মানুষের জন্য সৃষ্টিকর্তা কোন জীবন ব্যবস্থাপনা দিয়েছেন, গণতন্ত্র নাকি রাজতন্ত্র?

ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments
Ecency