This content was deleted by the author. You can see it from Blockchain History logs.

মুক্ত আকাশে পাখি

IMG_20200806_064254.jpg

মুক্ত আকাশে পাখি উড়লে কতই না সুন্দর দেখা যায় ৷ আকাশের এই প্রকৃতি যেন পাখি গুলো মুক্ত ভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে ৷ তারা যেন মনে হয় এক স্বাধীনতা খুজে পেয়েছে ৷ তারা একি সাথে দল বেধে মুক্ত আকাশে তারা ঘরে বেড়ায় স্বাধীন ভাবে ৷ বর্তমানে অনেক রকমের পাখি আকাশে উড়তে দেখা যায় ৷ পাখিরাও চায় এক স্বাধীনতা তারা স্বাধীন ভাবে বাচতে চায় ৷ প্রত্যেক জীব তার স্বাধীনতাকে বেছে নিতে চায় ৷ পাখিরা কিন্তু পৃথিবীর এক প্রাকতিক যৌন্দয্য পাখিরা আছে বলে পৃথিবী এত ভালো লাগে ৷ তারা খাদ্যের খোজে অনেক দুর পযন্ত পাড়ি দেয় দল বেধে ঐ মুক্ত আকাশে ৷ যাদেরকে কেউ লাগাল পাবে না ৷ তারা সারাদিন খাদ্যের খোজে থাকে নিজের জন্য এবং বাচ্ছার জন্য ৷ তারা সন্ধার আগেই বাড়ি ফিরে তাদেরখাদ্য নিয়ে ৷ তারা বেশীর ভাগেই গাছে বাসা বেধে থাকে ৷ ঝড়ের সময় তাদের অনেক কষ্ট হয় ৷ অনেক সময় দেখা যায় বাসা ভেঙ্গে পড়ে যায় ফলে বাচ্ছারা মারাও যায় আর অনেক পাখিও মারা যায় ৷ আবার তারা কষ্ট করে বাসা বাধে তাদের এই নৈতিকতা গুলো পৃথিবীকে ঘীরে অনেক ভুমিকা পালন করে থাকে ৷
IMG_20200802_131836.jpg

IMG_20200808_191159.jpg

আমরা সবাই জানি পাখি শিকার করা নিষেধযোগ্য তারপরও অনেক সময় দেখা যায় মানুষ পাখি শিকার করে এটা কিন্তু পুরাটাই অন্যায় আমাদের কারন পাখিরাও চায় তাদের এক স্বাধীনতা তারা স্বাধীনভাবে বাচতে চায় ৷ তারা ও চায় এক সুষ্ঠ জীবন ৷ এখনও পাখি বিলুপ্ত হতেই চলছে এভাবে বিলুপ্ত হলে পাখি আর দেখাই যাবে না ৷ তখন আর প্রাকৃতিক সৌন্দয্য থাকবে না পৃথিবী হা হা কার হয়ে যাবে ৷ তারাও কিন্তু এদেশের সম্পদ ৷ তাদের ও স্বাধীনভাবে বাচার অধীকার আছে ৷ অনেক পাখীও কিন্তু এখনও বন্দি হয়ে আছে তারা বন্দি খাচায় ছটফট করতেছে কখন সে মুক্ত আকাশে উড়াল দিবে ৷ কখন সে অজানা এক দেশে পাড়ি দিবে ৷ পাখিও এদেশের এক সম্পদ পাখিরা না থাকলে আকাশের কোন প্রাকৃতিক সৌন্দয্য থাকবে না ৷ আমরা সবাই ঐক্যবোধ হই পাখি স্বীকার করা থেকে বিরত থাকি আর তাদের কে মুক্ত আকাশে উড়াল দিতে সাহায্য করি ৷

Logo
Center