This content was deleted by the author. You can see it from Blockchain History logs.

আরো একটি ভয়ঙ্কর সাইক্লোন

মোকা একটি ভয়ঙ্কর সাইক্লোন |যা বয়ে গেলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মায়ানমারের উপর দিয়ে |ঘন্টায় 180 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও সাইক্লোন এর তান্ডব দেখিয়ে দিল মোকা |পরিবেশবিদ তথা আবহাওয়া দপ্তর থেকে আগেই সতর্কীকরণ করা হয়েছিল ঘূর্ণিঝড়ের ব্যাপারে |তাই বিপর্যয় মোকাবিলা দল ও সৈন্যবাহিনী প্রস্তুত ছিল সমস্ত রকম বিপর্যয় মোকাবিলার জন্য |
বেশ কিছুদিন ধরে বঙ্গোপসাগরে জলীয়বাষ্প ঘনীভূত হচ্ছিল | আসলে এই সময়টা অর্থাৎ এই গরমের সময় কালীন উষ্ণ তাপদাহ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কালবৈশাখী ঝড় বৃষ্টি পাত হয়ে থাকে | কখনো কখনো এই কালবৈশাখী ঝড় গুলো গতি বাড়িয়ে সাইক্লোন ও সুপার সাইক্লোন এর রূপ নেয় | যা বয়ে আসা দিনগুলিতে বিপর্যয়ের স্বাক্ষর রেখে গেছে বিশেষভাবে উল্লেখ্য আমফান আইলা প্রভৃতি |আর এই সমস্ত সাইক্লোন গুলো যখন শক্তি সঞ্চয় করে সমুদ্র সৈকত থেকে স্থলভাগের ল্যান্ড ফল করে তখন মানবজীবনে বিপত্তি ডেকে আনে যা আমরা আগেও দেখেছি | ঘরবাড়ি সাথেসাথে ও মানব জীবনের অস্তিত্বের সংকট দেখা দেয় |
তবে আবহাওয়াবিদদের আগাম সর্তকতা তথা বিপর্যয় মোকাবিলা দলের আগাম প্রস্তুতিতে বড় বিপদের হাত থেকে মানুষ কিছুটা রক্ষা পেলেও সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে |মায়ানমার এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছে |উভয় দেশের সরকার এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে সাহায্য করার লক্ষ্যে |আশা করা যায় উভয় দেশই তাদের এই বিপর্যয়ের সঙ্কট কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে |

cyclone-2.jpg
Source