Patience

The Prophet Moses (peace be upon him) said to his people, "Seek help from Allah and be patient."

! [img_0.6057676091069334.jpg] (https://images.ecency.com/DQmeCmdArzpWz4T8GTGqMAqenwHLgXZCWJymZQ6tMhvUrki/img_0.6057676091069334.jg)
[Src] (https://pixabay.com/images/id-1415032)
For example, I am keeping it with Pharaoh at this time.

And in the end success belongs to those who fear Allah. If you persevere and guard (against evil), then this land will be yours. Our children were slaughtered.

The Prophet Musa (peace and blessings of Allaah be upon him) said: Soon Allaah will destroy your enemy and make you the owner of the land in their place. Do it

Or do not give thanks and disobey the blessings, then you will be treated as you have been treated.

হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতিকে বলিলেন, তোমরা আল্লাহর নিকট সাহায্য চাহিতে থাক এবং সবর করিতে থাকো।জমিন আল্লাহতালার তিনি নিজ বান্দাদের মধ্য হইতে যাহাকে চাহেন উহার ওয়ারিশ ( শাসনকর্তা) বাড়াইয়া দেন।

img_0.6057676091069334.jpg
Src
যেমনএসময় ফেরাউনকে দিয়া রাখি আছেন।

আর পরিশেষে সফলতা তাদেরই হয় যারা আল্লাহকে ভয় করে যদি তোমরা সবর কর ও তাকওয়া অবলম্বন করো তবে পরিণামে এই জমিন তোমাদেরই হইবে।হযরত মুসা আলাইহি ওয়া সাল্লাম এর ক ওম বলিল আমরা তো সর্বদা মুসিবতের মধ্যে রহিয়াছি।আপনার তসরিফ আনিবার পূর্বে ও আমাদেরকে কষ্ট দেওয়া হতো এবং আমাদের সন্তান-সন্ততিকে কতল করা হতো।

এবং আপনার তসরিফ আনিবার পরও বিভিন্ন রকমের মুসিবত আমাদের উপর দেওয়া হইতেছে।হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন অতিসত্বর আল্লাহ তা'আলা তোমাদের শত্রুকে ধ্বংস করিয়া দিবেন এবং তাহাদের স্থলে তোমাদেরকে এমন এই জমিনে মালিক বানিয়ে দিবেন ।এবং অতঃপর তোমাদেরকে দেখিবেন যে তোমরা কিরুপ আমল কর ও আনুগত্য করো,

নাকি নেয়ামতের না শুকরি ও নাফরমানি করো আতপর যেমন তোমাদের আমল হইবে তেমনি তোমাদের শহিত আচরণ করা হইবে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments
Ecency