View full version

"বহুরুপি আকাশ"........



আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের সাথে আমার নতুন একটা পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে আমার কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে পছন্দ হবে।আমি আকাশের কিছু সুন্দর সুন্দর মূহূর্তের দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি-



w3w link
Devices : Itel vision 1.


আমরা অনেকেই আকাশের সুন্দর দৃশ্য সব সময় উপভোগ করে থাকি। সকালে পূর্ব আকাশে সূর্য ওঠা থেকে শুরু করে সন্ধায় পশ্চিমে অস্ত যাওয়া পর্যন্ত সকল সময় আকাশ যেন এক অপরূপ রূপে সাজতে থাকে।প্রতিটা সময় যেন আকাশ তার রূপটাকে বদলাতে থাকে। যা প্রতি ক্ষেত্রে আমাদের মনটাকে আনন্দ দেয়। এই ছবিটা আমি সন্ধার পূর্বে তুলেছিলাম। যখন সূর্য পশ্চিম আকাশে ঢোলে পড়ে।তখন যেন আকাশ এক নতুন রূপে সাজে। যদ দেখতে খুবই ভালো লাগে। আমি ছবিটা মাঠ থেকে তুলেছিলাম।




w3w link
Devices : Itel vision 1.


দুপুর মানেই আকাশে ঘুরতে থাকে সাদা সাদা পেজা তুলার মতো মেঘ। আকাশ থাকে পরিষ্কার। চারি দিকে রৌদ খাঁ খাঁ করে। পরিষ্কার আকাশ রৌদে ঝলমল করে। আমি এই ছবিগুলো দুপুরের তুলেছিলাম।




w3w link
Devices : Itel vision 1.


বৃষ্টির পূর্ব ক্ষণে যেন আকাশ তার নতুন রূপে সাজে। পূরা আকাশ মেঘে ঢেকে যায়। পরিবেশটা অন্ধকার হয়ে যায়। কিছুটা সময় অন্ধকারের পরই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির আগের মূহূর্তটা আকাশ দেখতে খুবই ভালো লাগে। আকাশে ভেসে বেড়া মেঘ, হতে থাকে মেঘের গর্জন। এই ছবিগুলো আমার বৃষ্টির পূর্বমূহর্তে তুলেছিলাম।




w3w link
Devices : Itel vision 1.


রাতে যেন আকাশ হয়ে যায় নিঃশব্দের মতো। নিরব সুন্দর অপরূপ রূপ লাভ করে। পূরা আকাশ নীল থাকে। যা দেখতে খুবই ভালো লাগে।আমি মাঝে মাঝে সন্ধার পর নদীর ধারে ঘুরতে যায়। তখন আকাশের দিকে তাকালে যেন মনটা জুরিয়ে যায়।এই ছবিগুলো আমি সন্ধার পর তুলেছিলাম।



আজকে আমি আপনাদের সাথে আকাশের কিছু সুন্দর দৃশ্য গুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার তোলা আকাশের ছবিগুলো ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।