একখানা বই অনন্ত যৌবনা

1609099152594.jpg
Source

"রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলা হয়ে যাবে, কিন্তু একখানা বই অনন্ত যৌবনা। "

মানুষ আছে মানুষ নেই। আজ যে বর্তমান, কাল তিনি শুধুই সৃতি হয়ে যাবেন এটাই নিয়ম। পৃথিবী মানুষের জন্য এক সল্প সময়ে আবাসস্থল। এই সল্প সময়েও, মানুষ সঙ্গ খোঁজে, কিছু ভালো বন্ধু খোঁজে। মানুষ, বন্ধু প্রিয়।

আমরা স্বভাবতই আমাদের অবসর টা আমাদের বন্ধুদের সাথে কাটাতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি।বন্ধু সে হতে পারে বাবা, হতে পারে আপনার মা, অথবা প্রিয়তমা।

সকল বন্ধু তার বাধন ভূলে জেতে পারে হয়ে জেতে পারে আপনার পর। হতে পারে একেবারে অচেনা মানুষ। হয়তো একদিন জে আপনার সাথে দূর দেশের জাত্রি হওয়ার সপ্নে বিভর ছিলো, সেও আর আপনাকে চিনছে না৷

1609099253084.jpg
Source

কিন্তু এক খানা বই, জা কি না আপনার একাকিত্বে আপনার হাসির খোরাক জুগিয়েছে, মন খারাপের সময় জে বইটি পরে আপনার অনন্দে মন পুলকিত হয়েছে, হয়তো কনো বই, আপনার রিদয়ে গভীর বিষাদের ছাপ কেটে গেছে । আপনি বইটি পড়া শেষে হয়তো ভালো লাগলো। হয়তো আপনি আপনার কনো ভালো বন্ধুকে বইটি গিফট করলে। সে, অবশ্যই ঠিক সেই পরিমান মজাই পাবে কতটুকু আপনি পেয়েছিলেন। হয়তো একদিন এই প্রিথিবী থেকে আপনি আপনার সে বন্ধু বিদায় নেবে৷ হয়তো কালের বিবর্তন এ আপনার প্রিয়তমা তার জওলস হারাবে, কিন্তু সেই বই?? প্রজন্মের পর প্রজন্ম তার একই ইন্টারেস্ট দিয়ে জাবে৷ বই এর জউবন কখনো, কোনোদিনই শেষ হবে না৷ আমরা চলে জাবো, আমাদের পরের প্রজন্ম এসে সে বই পরে একই ভাবে ত্রিপ্তির ঢেকুর তুলবে৷

বই মানুষের এক অক্রিত্তিম বন্ধু জা কিনা, কাওকে কখনো খারাপ বুদ্ধি দেয় না। জ্ঞানের এক অক্রিত্তিম সমাহার৷ আমরা সেই কারনেই বই পড়ি। আমাদের মন খারাপ থাকলে বই পড়ি, আমাদের মন ভালো থাকলে বই পড়ি, আমরা আনন্দে বই পড়ি, আমরা বেদনায় বই পড়ি। বই কখনও কাওকে ঠকায় না।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments
Ecency