The Happiness Of The Village (গ্রামের সুখ)

শত ব্যস্ততার মাঝেও একটু সস্তি খুজার নামই সুখ।
(Happiness is the name of finding a little refreshment in the midst of hundreds of activities.)
সারাজীবন কাজ আর কাজ, এত কাজ করি তবু কাজের শেষ নাই। শতকাজ আর ব্যস্ততার মাঝেও আপনজনদেরকে কিছু সময় দিতে হয়। তাদের সাথে কাটানো সেই সময় গুলোর মাঝেই খুজে পাওয়া যায় সস্তি ও সুখ। এই সুখটাকে টাকা দিয়ে কেনা যায়না।
আমরা গ্রামের ছেলেরা অনেকে কাজের তাগিদে গ্রাম ছেড়ে অনেক দুরে থাকতে হয়। চাইলেও যখন তখন বাড়ি যাওয়া যায়না। যখন ঈদের ছুটি বা পুজার ছুটি থাকে তখনি নাড়ির টানে বাড়ি যাওয়া হয়। বাড়িতে গেলে প্রিয ব্যক্তিদের সাথে ঘুরতে যাওযা, আড্ডা দেওয়া, দলবেধে নদীতে গোসল করা। কিন্তু এবার কোন ঈদ বা পুজার ছুটি নয়। কোভিড-১৯ এর ছুটি পালন করছি ঘড়ে বসে।খুবই মিস করছি গ্রামের স্মৃতি গুলোকে।

FB_IMG_1618753481784.jpg
আমাদের এলাকার কচি যুবকের দল করতোয়া নদীর তীরে গোসলে যাওয়ার আগে একটা কেপশন।
(A caption of a group of young people in our area before taking a bath on the banks of the Kortoya River)

FB_IMG_1618753463424.jpg
নদীর পানিতে নামতে পেরে বড়ই আনন্দিত
(It is a great pleasure to go down to the river)

FB_IMG_1618753459387.jpg
দলের মধ্যে সিদ্ধান্ত নিলো লিডারকে ঘাড়ে নিয়ে উল্লাস করার
(The team decided to enjoy with the leader at the top)

FB_IMG_1618753472131.jpg
They are happy anybody can feel that after have a look.

I wish for the ultimate Happiness Of our Villagers

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments
Ecency