ট‍্যাংড়া ও পুটিঁ মাছের ঝোল তরকারি

img_0.1693861271542468.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভাল আছেন। আজ খুবই সাধারন মজাদার বাঙালি রান্না নিয়ে এসেছি। বাঙালিদের ঘরে এ ধরনের রান্না প্রায় বেশিরভাগ সময়ই হয়ে থাকে। কথায় আছে, মাছে ভাতে বাঙালি। যাইহোক চলুন এবার রান্নার জন্য প্রয়োজনীয় উপকরনগুলো দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরন:

img_0.201350727450788.jpg

১. ছোট পুটিঁ মাছ ৮পিস
২. ট‍্যাংড়া মাছ ৪পিস
৩. আদা ও রসুনবাটা ১টেবিল চামচ
৪. হলুদ ১/২ চা চামচ
৫. মরিচের গুড়া ১/২ চা চামচ
৬. জিরাগুঁড়া ১/২ চা চামচ
৭. পেয়াঁজ কুচি ২ টেবিল চামচ
৮. কাঁচামরিচ ৫টি
৯. তেল ২ টেবিল চামচ
১০. লবন ২চা চামচ
১১. বেগুন ১টি
১২. পানি ২মগ/হাফ লিটার
১৩. ধনেপাতা

প্রস্তুতপ্রনালী:

img_0.19580820733618146.jpg

প্রথমেই মাছগুলো ভালভাবে ধুয়ে নিতে হবে।

img_0.5001142655504887.jpg

একটি কড়াই বা ফ্রাইপ্যানে তেল দিয়ে হালকা গরম হলে পেয়াঁজ কুচি ও কাচাঁ মরিচ নেড়ে নিতে হবে।

img_0.5599844009315983.jpg

img_0.24012492286890938.jpg

তারপর একে একে আদা-রসুন বাটা, হলুদ, মরিচের গুড়া, লবন একসাথে হালকা কষিয়ে বেগুন দিয়ে ২ থেকে ৩ মিনিট ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে ।

img_0.19132263746708394.jpg

img_0.18764983383489278.jpg

ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে মাছগুলোও সাথে দিয়ে দিতে হবে।

img_0.9419746878226704.jpg

মিডিয়াম আচেঁ কিছুক্ষণ রান্না করতে হবে।

img_0.7988565264539184.jpg

তারপর আবার অবশিষ্ট পানি দিয়ে চুলার আচঁ বাড়য়ে রান্না করতে হবে ৭ থেকে ৮ মিনিট এবং সবশেষে ধনেপাতা দিয়ে কিছুক্ষন পর নামিয়ে ফেললেই হয়ে গেল রান্না।

পরিবেশন:
অত‍্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাবার।

img_0.1693861271542468.jpg

ধন‍্যবাদ সবাইকে। আশা করি সবার ভাল লাগবে। 🙂
সবাই ভাল থাকবেন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments
Ecency