"আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব জিনের ঘটনা " "A real ghost event that happened to my family"

IMG_20210805_202705.jpg

https://www.thegypsythread.org/ghost-night/

আসসালামু আলাইকুম,
আমরা অনেকেই জ্বিন-ভূত আছে বলে বিশ্বাস করি না। কিন্তু এটা যে আমাদের প্রাণীকুলের একটি অংশ তা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। কেননা কোরআন হাদীসে এ সম্পর্কে সঠিক বর্ণনা রয়েছে। মানব সৃষ্টির আগে এ পৃথিবীতে জিনেরাই বসবাস করত। কিন্তু মানব সৃষ্টির পর পৃথিবী থেকে তাদেরকে জিব্রাইল আলাই সালাম এর মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সুলেমান আলাইহি ওয়াসাল্লামের সময় এসব জিনদেরকে আবার ছেড়ে দেয়া হয়েছিল মানুষের পাশাপাশি তারা ও পৃথিবীতে বসবাস করার জন্য। জ্বীন যে আসলেই আছে তার একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি যা আমাদের পরিবারের সাথেই ঘটে গিয়েছিল অনেক বছর আগে।

একটি সত্যি ভূতের গল্প,
আমার বড় দাদাকে নিয়ে। তিনি ছিলেন অনেক নামাযী একজন মানুষ। তাকে ঘিরে আমাদের পরিবারে অনেক গল্প কথা শুনেছি। তাই আজকে আমি আপনাদের সাথে আমার জানা একটি সত্য গল্প উপস্থাপন করব।

আমার দাদারা তখন সিলেটের মৌলভীবাজার থাকতেন। সেখানকার বর্তমান অবস্থা এখন যেমন আছে তার চেয়ে দশগুণ বেশি খারাপ ছিল তখন।
সেখানে তো এমনিতেই পাহাড় তার উপরে তখনকার অবস্থা চারিদিকে ঘন জঙ্গল ও পাহাড় ছিল, আর পাহাড়ের ফাঁকে যে সব খালি জায়গা ছিল তাও আবার ভরা থাকতো চা বাগান দিয়ে। কোথাও ঘন গাছপালা ব্যতীত ছিলনা তাই কোথাও ঘন গাছপালা ব্যতীত ছিল না।

বাবা আরো বলতেন তখনকার সময় নাকি যারা চা শ্রমিক ছিল তাদের বিশেষ এক ধরনের পয়ঁসা দেয়া হতো বাজার সদাই করার জন্য। যা মৌলভীবাজার ব্যতীত অন্য কোথাও চলত না। তাই চা শ্রমিকরা নাকি চা পাতা উঠিয়ে যা পেত তো তাই দিয়ে কোনরকমে সংসার চালাতো।

বড় দাদা নামাযি মানুষ ছিলেন বিধায় তিনি বেশিরভাগ সময় মসজিদেই কাটাতেন। এমনকি তিনি মাঝেমধ্যে রাতেও বাড়ী ফিরতেন না। এশার নামাজ পড়ে মসজিদেই থেকে যেতেন, আর সারারাত জেগে ইবাদত করতেন।
সারারাত তিনি তাহাজ্জুদ ও কোরআন তেলোয়াত করে ফজর নামাজ শেষে বাড়ি ফিরে আসতেন।

তিনি এতটাই নামাজে ছিলেন যে অনেকে তাকে পীর সাহেব বলেও ডাকতেন । আর বিভিন্ন মানুষ তার থেকে বিভিন্ন সমস্যার জন্য পানি পড়া নিয়ে যেত।

আমার বড় দাদা যখন মসজিদে থাকতেন তিনি নাকি অন্যান্য ভালো জিনদের নামাজ পড়াতেন রাত্রিবেলা। এতে করে দুষ্টু জিনেরা তার প্রতি খেঁপে উঠেছিল। তিনি প্রতিদিন রাত্রিবেলা যখনই ভালো জিনদের নামাজ পড়াতে শুরু করতেন তখনই দুষ্ট জিনেরা তাকে বিভিন্ন শব্দ করে বিরক্ত করতো।

প্রথম প্রথম তিনি নাকি ওইসব এ কান দিতেন না। কিন্তু প্রতিদিনই এসব হয় তার সাথে এবং দিন দিন এর পরিমাণ আরো বেড়ে যাচ্ছিল। যার ফলে তিনি এর প্রতিকার করার জন্য এক দিন কিছু দুষ্ট জিন কে ধরে তাদের শাস্তি দিয়েছিলেন। কিন্তু তার এই প্রতিক্রিয়ার ফলে দুষ্টু জিন গুলো আরো বদ হয়ে উঠলো।

একদিন তার শরীর খারাপ লাগার কারণে অর্ধরাত্রি তেই তিনি বাড়ি ফিরে যাচ্ছিলেন। মসজিদ থেকে কিছুদূর আসার পরই তিনি দেখলেন তার দিকে তিন চারটি কালো ঘোড়া দৌড়ে আসছে। দাদা তখনই বুঝে গেলেন যে এগুলো আর কিছু নয় ঐ বদ জিন গুলোরই কান্ড। তিনি তা দেখে একটুও ভয় পেলেন না।আর এই দেখে পাহাড়ের দিক থেকে ভীষণ রকমের চিৎকার চেচামেচি করে উঠছিল অনেকগুলো বদ জিন, যেন পাহাড়টাই উড়িয়ে নিয়ে যাবে তারা। এতে করেও দাদা ভয় পেলেন না তিনি বাড়ির দিকেই এগিয়ে যাচ্ছিলেন।

তারপর দাদা হাঁটতে-হাঁটতে বাড়ি থেকে এক মাইল দূরে এসেছেন এমন সময়, তিনি কয়েকটি মোটা কালো ষাঁড় দেখতে পেলেন। যা তার দিকেই তেড়ে আসছিল। তিনি তখনও তা দেখে ভয় পাননি যার ফলে এগুলো তার কোনো ক্ষতি না করতে পেরে চলে গেল।

এবার দাদা বাড়ির কাছে চলে এসেছেন এমন সময় তিনি দেখতে পেলেন একটি বাঁশ বাগানের সবগুলো বাশঁ তার দিকে অনেকগুলো দুষ্ট জিন ছুড়ে মারছে। তিনি তখন একটু ঝুঁকে পড়ে ছিলেন। এর ফলে একটি বদ জিন তার কাধের উপর চড়ে বসল আর তিনি তখনই দোয়া পড়ার কারণে তা জ্বলে পুড়ে গেল।

কিন্তু কধেঁ বসার কারণে সেই দুষ্টু জিনের ওজনে তার কোমরের হাড় বাঁকিয়ে গিয়েছিল। দাদার দোয়া পড়ার প্রতিক্রিয়ার ফলে যে জিনটি জ্বলে পুড়ে মরে গিয়েছিল তার পরিবারের কিছুজিন দাদাকে তখনই সরাসরি বলে দিয়েছিল যে --
"তোর রক্ত যতদূর যাবে তোর বংশের কোন অংশকেও আমরা ছাড়বো না , সবার পিছনেই আমরা পড়ে থাকবো মনে রাখিস।"

জিন কাঁধে বসার কারনে দাদার কোমরের হাড় যেভাবে বেকিয়ে ছিল, তা আর মৃত্যুর আগ পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। তিনি সেই কষ্ট বয়ে গিয়েছেন তার মৃত্যুর আগ পর্যন্ত। আর আমাদের জন্য একটি চিঠি রেখে গিয়েছেন এই বলে যে --আমাদের বংশের কেউই যেন কখনো লাল কাপড় না পরে।

গল্পটি এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পরবর্তী পোস্টের জন্য সহযোগিতা করুন, কারণ মানুষ মাত্রই ভুল।

আল্লাহ হাফেজ

Assalamu Alaikum,
Many of us do not believe that there are jinn-ghosts. But we must acknowledge that it is a part of our fauna. Because there is an accurate description of this in the Qur'an and Hadith. Jinns lived on this earth before human creation. But after the creation of human beings, they were removed from the earth by Gabriel. But later, during the time of Sulayman (peace be upon him), these jinns were released again to live on the earth as well as humans. Here is a real example of the fact that jinn actually exists, which happened to our family many years ago.

A true ghost story,
With my great grandfather. He was a man of many prayers. I have heard many stories about him in our family. So today I will present to you a true story I know.

My grandfathers used to live in Moulvibazar of Sylhet. The current situation there was ten times worse then than it is now.
There was a dense forest and hills all around the hill, and the empty space between the hills was filled with tea gardens. Nowhere was it without dense vegetation so nowhere was it without dense vegetation.

My father used to say that at that time those who were tea workers were given a special kind of money to always go to the market. Which did not run anywhere other than Moulvibazar. So the tea workers used to pick tea leaves and run the household with whatever they could get.

Since his great grandfather was a man of prayer, he spent most of his time in the mosque. He would not even return home occasionally at night. He used to stay in the mosque after Esha prayers and stay up all night praying.
He used to return home after Fajr prayers reciting Tahajjud and Qur'an all night long.

He was so praying that many called him Pir Sahib. And different people would take water from him for different problems.

When my great grandfather was in the mosque, he used to lead the prayers of other good jinns at night. The naughty jinn got angry at him. Whenever he started praying to the good jinn every night, the evil jinn would harass him with different words.

At first he would not listen to them. But every day this happens to him and the amount was increasing day by day. So one day he caught some evil jinn and punished them. But his reaction made the naughty genes worse.

One day he was returning home in the middle of the night because he felt unwell. As soon as he came some distance from the mosque, he saw three or four black horses running towards him. Grandpa then realized that these were nothing more than the stems of the evil genes. He was not at all frightened when he saw it. Even so, Dada was not afraid as he was walking towards the house.

Then while Grandpa was walking a mile from home, he saw a few fat black bulls. Which was coming towards him. He was still not afraid to see them, so they left without doing any harm to him.

This time when Dada came near the house, he saw all the bamboos in a bamboo garden throwing many evil gin at him. He was a little lean then. As a result, an evil jinn sat on his shoulder and he immediately burnt it due to reciting the doa.

But the weight of that naughty jinn caused his waist bone to bend due to sitting on the shoulder. In response to his grandfather's prayers, some of the family members of the jinn who had been burnt to death told Dada directly that -
"As far as your blood goes, we will not leave any part of your family. Remember, we will be left behind."

The way Grandpa's waist bones were bent because of Jin sitting on his shoulder could not be fixed until he died. He endured that suffering until his death. And he left us a letter saying that no one in our family should ever wear red.

Thanks for reading the story so patiently and attentively. Collaborate for the next post by catching the mistake, because people are just wrong.

Allah Hafez

H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments
Ecency